পর্যটন বিচিত্রা ডেস্ক
এভারেস্ট বেজ ক্যাম্পে উঠতে সেপ্টেম্বরে নেপাল যান সুজি অলিভার। এর আগে গত মে মাসে তিনি মাউন্ট কিনাবালু জয় করেন এবং ক্যামেরন হাইল্যান্ডসের একটি জি-৭ পর্বত জয় করেন।
৭৩ বছর বয়সে এত বড় অ্যাডভেঞ্চারে সফল হয়ে আবেগাপ্লু সুজি অলিভার। তিনি বলেন, সবাই আমার সঙ্গে ছবি তুলতে চেয়েছেন। কারণ আমি এই ট্রেইলের সবচেয়ে বয়স্ক মানুষ। আবার সবথেকে কম বয়স্ক হওয়ার রেকর্ড যার তার সঙ্গেও আমার দেখা হয়েছে।
সুজি অলিভার আরও বলেন, আমি নিজেকে এভারেস্টের জন্য প্রস্তুত করছিলাম। আমার বাকেট লিস্টের শেষে ছিল এভারেস্ট।
শুধু বয়সই নয়, সুজির এভারেস্ট যাত্রার পথে আরেকটি বড় চ্যালেঞ্জ ছিল তার নিরামিষি খাদ্যাভ্যাস। তবে কোনো কিছুই তাকে আটকে রাখতে পারেনি। বেজ ক্যাম্পে যাওয়ার পথে তার সঙ্গে ছিল তার দুই বন্ধু, একজন গাইড এবং দুইজন মালামাল পরিবহণ করা ব্যক্তি। প্রতিদিন ছয় থেকে সাত ঘণ্টা করে হাঁটতে হয়েছে তাকে। ছোট ছোট কিছু মোটেল আছে যাত্রাপথে, সেখানেই রাত কাটিয়েছেন তারা।
সাহসী এই নারী জানান, দিনের বেলা সেখানে ১৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল। রাতের বেলা সেটি কমে মাইনাসে চলে যেত। মোটেলের মধ্যেও তাকে তিন স্তরের কাপড় পরতে হয়েছে। তাকে প্রশ্ন করা হয় যে, তিনি এভারেস্টের চূড়ায় যেতে চান কিনা! এর উত্তরে তিনি বলেন, তার পরিবার বয়সের কারণে তাকে এই অনুমতি দেবে না। এটি খুবই ঝুঁকিপূর্ণ হবে।