পর্যটন বিচিত্রা ডেস্ক
বাটারফ্লাই পার্ক পার্কটিতে হাজারেরও বেশি প্রজাপতি রয়েছে। মার্চ থেকে আগস্ট/সেপ্টেম্বর মাস প্রজাপতির স্বাভাবিক প্রজননের সময়। তবে এখানে প্রজাপতির কৃত্রিম প্রজননও করানো হয়।

রয়েছে একটি রিসোর্ট, রেস্টুরেন্ট, ওয়াটার রাইড ও বর্ণিল ফুলের বাগান। আর সেই বাগানে বসে অসংখ্য প্রজাপতির মেলা।

পার্কে প্রবেশ পথের পরই কৃত্রিম ঝরনা ও বাটারফ্লাই জোনের দেখা মিলবে। এই জোন পেরিয়ে সামনে এগিয়ে গেলেই আছে বাটারফ্লাই মিউজিয়াম। এখানে দেশ-বিদেশের বিভিন্ন ধরনের প্রজাপতি প্রদর্শনের জন্য সাজিয়ে রাখা হয়েছে। প্রজাপতির জাদুঘরের সামনে আছে শিশুদের খেলাধুলার জন্য আকর্ষণীয় রাইড।
পার্কের জলাশয়ে আছে সাম্পান নৌকায় ভ্রমণের সুবিধা। প্রজাপতি উদ্যানে বনভোজন আয়োজনের ব্যবস্থা রয়েছে। এছাড়া বিভিন্ন ধরনের অনুষ্ঠান আয়োজনের জন্য আছে কনফারেন্স রুম। আরও আছে আধুনিক রেস্টহাউস এবং রেস্টুরেন্ট সুবিধা।
প্রজাপতি দেখার উপযুক্ত সময়
প্রজাপতি রৌদ্রোজ্বল দিন পছন্দ করে। সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত সর্বাধিক প্রজাপতির দেখার সম্ভাবনা থাকে। বিকাল বেলা বা আবহাওয়া মেঘলা থাকলে প্রজাপতিরা সাধারনত ঝোপের আড়ালে থাকে।
কীভাবে যাবেন
প্রজাপতি পার্ক যেতে চাইলে প্রথমে আপনাকে চট্টগ্রাম যেতে হবে। এরপর চট্টগ্রাম থেকে বিভিন্ন উপায়ে পতেঙ্গা সমুদ্র সৈকতসংলগ্ন প্রজাপতি পার্ক যাওয়া যায়। ঢাকা থেকে বাস, ট্রেন বা বিমানে চট্টগ্রাম যেতে পারবেন।
চট্টগ্রাম জিরো পয়েন্ট থেকে প্রায় ১৪ কিলোমিটার দক্ষিণে প্রজাপতি পার্কের অবস্থান। ব্যক্তিগত গাড়ি, সিএনজিচালিত অটোরিকশা বা লোকাল বাসে করে পতেঙ্গা যাওয়া যায়। চট্টগ্রাম শহর থেকে প্রজাপতি পার্ক যেতে ঘণ্টাখানেকের মতো সময় লাগে। শহরের নিউমার্কেট, রেল স্টেশন রোড, বহদ্দারহাট, লালখান বাজার মোড়, জিইসি মোড় এবং চক বাজার মোড়সহ চট্টগ্রামের বিভিন্ন স্থান থেকে পতেঙ্গাগামী লোকাল বাস পাওয়া যায়।