আপনি যদি একজন ট্রাভেলার হন বা আপনাকে যদি বিভিন্ন কাজের জন্য দেশের বাইরে যেতে হয় তাহলে বিভিন্ন দর্শনীয় জায়গা সম্পর্কে আগেই জেনে নেওয়া ভালো। এছাড়া ভ্রমণের জন্য সহায়ক অন্যান্য বিষয় সম্পর্কেও জানতে হবে। এতে করে আপনি বেশ আয়েশে ঘুরতে পারবেন এবং ভ্রমণকেও উপভোগ করতে পারবেন।
প্রযুক্তির এই যুগে ভ্রমণকে অনেক সহজ করে তোলার জন্য রয়েছে বিভিন্ন অ্যাপ। সেগুলো আপনার স্মার্টফোনে ইনস্টল করে আপনি এ সম্পর্কে প্রয়োজনীয় তথ্য জানতে পারবেন। আসুন, জেনে নিই সেরকম কিছু অ্যাপ সম্পর্কে-
গুগল ম্যাপস: গুগল ম্যাপ এমন একটি অ্যাপ, যেটা ছাড়া বর্তমানে ঘোরাঘুরি চিন্তাই করা যায় না। নতুন কোনো জায়গায় যাওয়ার সময় সম্ভাব্য সব রাস্তা এটা দেখিয়ে দেয় এটি। ফলে কেউ রাস্তা না চিনলেও সমস্যা নেই। গুগল ম্যাপই তাকে নির্দিষ্ট জায়গায় পৌঁছে দেবে। এছাড়া এই অ্যাপটিতে রয়েছে- গণপরিবহণ, হোটেল, পেট্রলপাম্প সম্পর্কিত তথ্য।
এক্সই কারেন্সি: যারা নিয়মিত বিদেশে যাতায়াত করেন তাদের জন্য এই অ্যাপটি বেশ উপকারী। এক্সই কারেন্সি দিয়ে পৃথিবীর যে কোনো দেশের কারেন্সি সম্পর্কে ধারণা পাওয়া যায়। অ্যাপটি নিজ থেকেই নিয়মিত আপডেট হয়। ফলে এর হিসাব অনেকটাই সঠিক থাকে।
ট্রিপ-অ্যাডভাইজার: জনপ্রিয় এই ভ্রমণ অ্যাপে হোটেল রেটিংস, ইউজার রিভিউ, ফ্লাইট সম্পর্কিত তথ্য, যেসব দর্শনীয় জায়গায় আপনি যেতে পারেন সে বিষয়ে তথ্য দেওয়া আছে। আপনি চাইলে এখান থেকে প্রয়োজনীয় সাহায্য নিয়ে ঘুরতে বের হতে পারেন।
গুগল ট্রিপস: আপনি কোথায় ছুটি কাটাতে পারেন, সেখানে আপনি কীভাবে যাবেন, গিয়ে কী করবেন এসব বিষয়ে নির্দেশিকা অ্যাপটিতে দেওয়া আছে। ফলে ছুটি কাটাতে যাওয়ার আগে একবার অন্তত অ্যাপটি দেখে যেতে পারেন।
ট্যুরলিনা: এই অ্যাপটি শুধুমাত্র মেয়েদের জন্য। অর্থাৎ ভ্রমণে আগ্রহী কোনো মেয়ে চাইলে তার আগ্রহ অনুযায়ী আরেকজন মেয়ে সঙ্গী বেছে নিতে পারেন৷ অ্যাপটির নির্মাতা মাইকেল ও সান্ড্রা ২০১৫ সালে দক্ষিণপূর্ব এশিয়া ভ্রমণকালে অ্যাপটির ধারণা লাভ করেন৷ বিশ্বের অনেক দেশের মেয়েরাই ভ্রমণে আগ্রহী, তবে তারা চান শুধু মেয়ে সঙ্গীর সঙ্গে ভ্রমণে যেতে৷ তাদের কথা মাথায় রেখে তৈরি হয়েছে অ্যাপটি।
কেইপ: ভ্রমণে আগ্রহী কিন্তু পকেটের অবস্থা ভালো না- এমন মানুষের কথা বিবেচনা করে তৈরি হয়েছে অ্যাপ ‘কেইপ’৷ ফিলিপাইনের তৈরি এই অ্যাপটি একেবারে শেষ মুহূর্তে অবিক্রিত বা অন্য কোনো কারণে সংরক্ষিত বিমানের আসন যা শেষমেশ দরকার হচ্ছে না- এমন টিকিট সস্তা দামে ব্যবহারকারীদের দিয়ে দেয়৷ এজন্য অবশ্য আগ্রহের কথা আগে থেকেই জানাতে হয় অ্যাপে। এরপর মোটামুটি তৈরি হয়ে অপেক্ষায় থাকতে হয়।
কালচার ট্রিপ: জনপ্রিয় ওয়েবসাইট ‘দ্য কালচার ট্রিপ’-এর অ্যাপ সংস্করণ কালচার ট্রিপ। আপনি যে অঞ্চলে আছেন বা যেখানে ভ্রমণে যেতে ইচ্ছুক সেখানকার সংস্কৃতি সম্পর্কিত সব তথ্য প্রকাশ করে এটি৷ অনেকটা সার্চেবল গাইডবুকের মতো, যেখান থেকে আপনি আপনার প্রয়োজনীয় তথ্যটুকু বের করে নিতে পারেন, এজন্য পুরো বই পড়ার দরকার পড়ে না।
স্টপ, ব্রিদ অ্যান্ড থিঙ্ক: ভ্রমণ সংক্রান্ত ক্লান্তি দূর করতে বিশেষভাবে সহায়ক এই অ্যাপ। এটিতে আপনার মানসিক অবস্থার কথা জানালে, সেই অনুযায়ী মেডিটেশন, ইয়োগা এবং আকুপ্রেসারের ভিডিও দেখাবে৷ সেগুলো অনুসরণ করে আপনি আবার প্রফুল্ল হয়ে উঠতে পারেন।
ফাইন্ডপেঙ্গুইনস: আপনার পুরো ভ্রমণের রেকর্ড রাখার জন্য এটি একটি অসাধারণ অ্যাপ। ভ্রমণকালেই আপনি বিভিন্ন তথ্য এবং ছবি অ্যাপটিতে যোগ করতে পারবেন৷ সেসব তথ্যের ভিত্তিতে তৈরি হবে আপনার ভ্রমণের ফুটপ্রিন্ট৷ আর সেটি অ্যাপে থাকা আপনার বন্ধুরা দেখতে পারবেন, জানাতে পারবেন তাদের মতামতও৷ অফলাইনেও অ্যাপটিতে তথ্য যোগ করা যায়৷ ফলে সব সময় অনলাইনে না থাকলেও চলবে আপনার।
বাঞ্জিগার্ল: অনেকটা ট্যুরলিনার মতো হলেও অ্যাপটির সুনির্দিষ্ট কিছু লক্ষ্য আছে৷ এটির ব্যবহারকারী মেয়েরা একে অপরের শহরে ঘুরতে যেতে পারেন৷ আর সেক্ষেত্রে যিনি সেই শহরের বাসিন্দা, তিনি হবেন হোস্ট, তার কাজ হবে শহরটি ঘুরে দেখানো৷ অ্যাপটি বর্তমানে বিশ্বের বড় বড় শহরগুলোতে কাজ করছে।
ল্যোলা ট্রাভেল: বর্তমান প্রজন্মের তরুণ-তরুণীদের জন্য এই অ্যাপ৷ অফলাইন ট্র্যাভেল এজেন্সির বিকল্প হিসেবে কাজ করে এটি। আপনি আপনার ভ্রমণের জন্য টিকিট কিংবা হোটেল, বলতে গেলে সবই বুক করতে পারবেন অ্যাপটির মাধ্যমে৷ এটির ব্যবহার ফ্রি হলেও নির্দিষ্ট কিছু সেবার ক্ষেত্রে সার্ভিস চার্জ দিতে হয়।