পর্যটন বিচিত্রা ডেস্ক
যুক্তরাজ্যের নর্থ ওয়েলসে একটি খনিতে বিলাসবহুল হোটেলের মতোই সব রকম ব্যবস্থা রয়েছে। সেখানে পর্যটকরা রোমাঞ্চকর রাতযাপন করতে পারবেন। পাওয়া যাবে পছন্দের খাবারও। ২০২৩ সালের এপ্রিল মাস থেকে এই খনিতে ভ্রমণ শুরু হয়েছে।
এই অসম্ভবকে সম্ভব করেছে দেশটির একটি পর্যটন সংস্থা। এরাইরি ন্যাশনাল পার্কের স্নোডোনিয়া পর্বতের নীচে রয়েছে এই খনি। হাজার হাজার টাকা খরচ করে সেই খনিতে রাত কাটাচ্ছেন বহু মানুষ।
ভিক্টোরিয়া আমলের এই খনিতে ৪১৯ মিটার (১,৩৭৫ ফুট) গভীরে রয়েছে রাত্রিযাপনের ব্যবস্থা। হোটেলের নাম ‘ডিপ স্লিপ’। এই হোটেলে দুজন থাকার চারটি ঘর রয়েছে। আর একটি গুহা রয়েছে। সেখানেও দুজনের থাকার ব্যবস্থা রয়েছে।
সপ্তাহে কেবল এক দিনই খনিতে গিয়ে এই হোটেলে রাত কাটানো যাবে। শনিবার গিয়ে রাতে থেকে রোববার সকালে আবার ফিরে আসতে হয়।
তবে খনিতে হোটেলে থাকা কিন্তু খুব সহজ কাজ নয়। প্রথমে ট্রেক করে খনির নীচে নামতে হবে। প্রায় এক ঘণ্টার পথ। পথ দেখাবেন এক জন গাইড। খনির গভীরে যাওয়ার পথে রয়েছে একের পর এক খাড়া ধাপ, পুরনো সেতু। সে সব নিয়ে তথ্যও পর্যটকদের দেবেন গাইড বা প্রশিক্ষক।
খনিতে চলাচলের উপযুক্ত বুট, হেলমেট, টর্চলাইটও দেওয়া হয় পর্যটকদের। দীর্ঘ খনিপথের শেষে রয়েছে স্টিলের দরজা। সেই দরজা খুলেই ঢোকা যাবে হোটেলে।
গন্তব্যে পৌঁছার পর পর্যটকদের পানীয় দেওয়া হয়। এরপর খনির বিষয়ে কিছু তথ্য দেওয়া হয়। সন্ধ্যায় নিজের ঘরে বসে আরাম করতে পারবেন পর্যটকেরা। খাবার জন্য হোটেল কক্ষের বাইরে রাখা রয়েছে বিশাল এক টেবিল। সেই টেবিলে বসে খাওয়াদাওয়ার পর যে যার ঘরে গিয়ে বিশ্রাম করতে পারবেন পর্যটকেরা।
পর্যটন সংস্থার কর্মকর্তারা জানিয়েছেন, অভিযানে গিয়ে পর্যটকেরা দারুণ খুশি। তারা জানিয়েছেন, খনিতে রাতে যেভাবে স্বস্তিতে ঘুমিয়েছেন, নিজের বাড়িতেও কখনো ঘুমাননি।
খরচাপাতি
দুজনের অভিযান এবং এক রাতে থাকা, খাওয়ার খরচ ৩৫০ পাউন্ড। বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪৮ হাজার টাকার কাছাকাছি।
তবে কেউ গুহায় রাত্রিযাপন করতে চাইলে খরচ একটু বেশি পড়বে। অভিযান-সহ গুহায় রাত্রিযাপনের খরচ ৫৫০ পাউন্ড। বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭৫ হাজার টাকা।