পর্যটন বিচিত্রা ডেস্ক
বিশ্বমানের সুযোগ সুবিধা, অনন্য সৌন্দর্য, স্বাচ্ছন্দ্যপূর্ণ মনোরম পরিবেশ- সব মিশে যেন এক হয়েছে উত্তরবঙ্গের প্রথম চার তারকা গ্র্যান্ড রিভারভিউ আবাসিক হোটেলে। এটি এই অঞ্চলের বিলাসি আতিথেয়তায় এক নতুন মাত্রা যোগ করেছে। অত্যাধুনিক কক্ষ, বিশ্বমানের সুবিধা আর মনকাড়া সৌন্দর্য গ্র্যান্ড রিভারভিউ হোটেলকে করে তুলেছে অন্য সবার থেকে আলাদা; যা দিতে পারে ব্যবসায়ী অথবা ভ্রমণকারীর কিছু সময় কাটানোর বা রাত্রিযাপনের এক ঘরোয়া পরিবেশ।রাজশাহীর কাজিহাটায় অবস্থিত গ্র্যান্ড রিভারভিউ হোটেলের অসাধারণ কক্ষগুলোর প্রতিটিতে রয়েছে আধুনিকতার ছোঁয়া। এখানে সর্বাধুনিক আইপি ফোন থেকে শুরু করে ৪৮ ইঞ্চি স্মার্ট টিভি, উচ্চগতির ওয়াই-ফাই সংযোগ, বিলাসবহুল জ্যাকুজি এবং রেইন শাওয়ারের মতো অত্যাধুনিক সুযোগ সুবিধা রয়েছে।
এছাড়া এখানে উপভোগ করতে পারবেন মিনিবারের বিশেষ সুযোগ সুবিধাগুলো। আপনার মূল্যবান জিনিসগুলো নিরাপদে রাখার জন্য রয়েছে ‘ইলেক্ট্রিক সেইফ বক্স’। চাইলে নিজেই প্রস্তুত করে নিতে পারবেন এক কাপ চা বা কফি অত্যাধুনিক ঞঈগঋ প্রযুক্তি ব্যবহার করে।
শুধু অত্যাধুনিক প্রযুক্তিই নয়, সাংস্কৃতিক বিনোদনেরও সুযোগ পাবেন এখানে। অবসরে বিনোদনের জন্য রয়েছে বিশ্বমানের সিনেপ্লেক্স, ইনফিনিটি পুল। ফিটনেস সচেতনদের জন্য রয়েছে ‘হেলথ ক্লাবস জিম’, রয়েছে স্পা, স্টিম রুম।
জমকালো অনুষ্ঠান ও সমাবেশের জন্য পাবেন হোটেলের গ্র্যান্ড বলরুম, কনফারেন্স হল। রাত্রিভোজনের জন্য রয়েছে প্রয়োজনীয় সুব্যবস্থা, যা আপনার ব্যক্তিগত আড্ডাকে করে তুলবে রোমাঞ্চকর।
ব্যতিক্রমী রন্ধনশিল্প এই হোটেলকে করে তুলেছে সবার থেকে আলাদা। হোটেলের গ্লোবাল কুইজিন’ রেস্তোরাঁয় খাবার প্রেমিকরা বিশ্বের বিভিন্ন প্রান্তের খাবারের স্বাদ নিতে পারবেন। কফি লাউঞ্জের শান্ত এবং স্নিগ্ধ পরিবেশ আপনাকে এনে দেবে প্রশান্তি। ভিন্ন ধাচের খাবারের জন্য আপনি যেতে পারেন ফুড কোর্টে।
স্বপ্নদ্রষ্টা ও তরুণ উদ্যোক্তা ইশফা খাইরুল হক শিমুলের ব্যবস্থাপনায় উত্তরবঙ্গের অত্যাধুনিক ও বিলাসবহুল এই আবাসিক হোটেল স্থানীয় ও আন্তর্জাতিক দর্শনার্থীদের জন্য একটি রোল মডেল হয়ে দাঁড়িয়েছে। বিস্তারিত জানতে যোগাযোগ করতে পারেন এই (+৮৮০১৮৭৭৭৬৬৯৬৬) নাম্বারে।