রাজা ধর্মপালের বিধবা শ্যালিকা ময়নামতির নামে নির্মিত এ দুর্গটি জলঢাকা উপজেলার হরিণচড়া ইউনিয়নের আটিবাড়ি গ্রামে অবস্থিত। আয়তাকার এ দুর্গের চারপাশে ২.৪৩ মি. (৮ ফুট) চওড়া এবং ৩.৬৬ মি. (১২ ফুট) উঁচু প্রায় ৯১৫ মি. (৩,০০০ ফুট) দীর্ঘ সীমানা প্রাচীর ছিল। দুর্গটি চাড়ালকাটা নদীর পশ্চিম তীরে অবস্থিত।