মৌলভীবাজার শহর থেকে ২ কি.মি. দূরে সদর উপজেলায় এই ইকোপার্ক অবস্থিত। ছায়া সুনিবিড় এ স্থানটির নাম লাউডগা রিজার্ভ ফরেস্ট বা বর্ষিজোড়া সংরক্ষিত বনাঞ্চল। আট শতাধিক একর ভূমি নিয়ে বিস্তৃত এ বনে শাল, মেহগনি, গর্জন, একাশিয়াসহ নানা প্রজাতির গাছ রয়েছে।
মৌলভীবাজার শহর থেকে ২ কি.মি. দূরে সদর উপজেলায় এই ইকোপার্ক অবস্থিত। ছায়া সুনিবিড় এ স্থানটির নাম লাউডগা রিজার্ভ ফরেস্ট বা বর্ষিজোড়া সংরক্ষিত বনাঞ্চল। আট শতাধিক একর ভূমি নিয়ে বিস্তৃত এ বনে শাল, মেহগনি, গর্জন, একাশিয়াসহ নানা প্রজাতির গাছ রয়েছে।
ভ্রমণ বিষয়ক পত্রিকা ।
বেড়ানোর সকল খোঁজখবর ও পর্যটন সেবার যোগসুত্র পর্যটন বিচিত্রা।
কোথায় যাবেন? কীভাবে যাবেন? কোথায় থাকবেন? কি দেখবেন? কখন দেখবেন? এসবের সহজ সমীকরণ পর্যটন বিচিত্রা।
পড়তে পড়তে গন্তব্যে …
পর্যটন বিচিত্রা
প্রকাশক ও সম্পাদক : মহিউদ্দিন হেলাল
সম্পাদক কর্তৃক সম্পাদকীয় কার্যালয় থেকে প্রকাশিত।
নিবন্ধন সালঃ ২০০৫
বাড়ি -৯৭/১, ফ্লাট– ২/বি, শুক্রাবাদ,
ধানমন্ডি, ঢাকা-১২০৭
ফোন: +৮৮-০২-২২২২৪২৯৪৪, ০১৯৭০০০৪৪৪৭
ইমেইল: [email protected]
You cannot copy content of this page