পর্যটন বিচিত্রা ডেস্ক
জাদুঘরটি দেখাশোনা ও রক্ষণাবেক্ষণের দ্বায়িত্বে আছে শিক্ষাবিদ দেওয়ান তালিবুর রাজা ট্রাস্ট। দেওয়ান তালিবুর রাজা হাসন রাজার প্রপৌত্র। সিলেটের জমিদার এবং কবি দেওয়ান হাসন রাজা চৌধুরীকে কেন্দ্রে রেখে লোক সংগীত এবং কবিতা দিয়ে সাজানো হয়েছে জাদুঘরটি। ২০০৬ সালের ৩০ জুন জাদুঘরের উদ্যোগে সহস্র সংগীত প্রেমী সমবেত হয়ে একই সঙ্গে এক তারা বাজায় যা এক অনন্য ব্যতিক্রম আয়োজন।
রাজাকুঞ্জ হচ্ছে শতবর্ষী পুরাতন টিন শেডের দালান যাতে অল্প কয়েকটি কক্ষ আছে। প্রধান ফটকের কয়েক মিটার পরেই জাদুঘরের অবস্থান। দর্শনার্থীদের প্রবেশ পথে দেওয়ান হাসন রাজা এবং তার পুত্র একলিমুর রাজা চৌধুরীর প্রতিকৃতি স্থাপিত আছে। জাদুঘরটিতে দুটি গ্যালারি আছে।
এখানে দেওয়ান হাসন রাজা ও দেওয়ান একলিমুর রাজা চৌধুরীর মূল্যবান ব্যবহার্য জিনিসপত্র ও গানের পাণ্ডুলিপি রয়েছে। জাদুঘরের সবচেয়ে বড়ো আকর্ষণ এক ইঞ্চি x পৌনে এক ইঞ্চি আকারের পবিত্র কোরআন শরিফের ক্ষুদ্র সংস্করণ। এছাড়াও অন্যান্য জিনিসপত্রের মধ্যে এখানে হাসন রাজার ঘোড়ার বেল্ট এবং পোষা কুড়া পাখি ও হাতির নামের তালিকা, তার ব্যবহৃত শ্বেত পাথর ও রুপার তৈরি তৈজসপত্র, তার স্ত্রীর ব্যবহার্য জিনিসপত্র ইত্যাদি রয়েছে। এই মরমি কবি ৭ই ডিসেম্বর ১৯২২ খ্রিষ্টাব্দে মৃত্যুবরণ করেন।