সিলেট বেতের জন্য বিখ্যাত। সিলেটে ১৮৮৫ সালে প্রথম বেতের আসবাবপত্র প্রস্তুত হয়। বর্তমানে বাংলাদেশের বেতের আসবাবপত্রের চাহিদার সিংহভাগ যোগান দেয় সিলেটের বেত শিল্প। অভ্যন্তরীণ চাহিদা পূরণ করে বর্তমানে সিলেটের বেত সামগ্রী যুক্তরাষ্ট্র, ইংল্যান্ডসহ বিভিন্ন দেশে রপ্তানি হচ্ছে। ১৯২৬ সাল পর্যন্ত সিলেটের বনাঞ্চলে প্রচুর বেত পাওয়া যেত। স্থানীয় উৎপাদিত বেতের চাহিদা পূরণ না হওয়ায় বর্তমানে বিদেশ থেকেও বেত আমদানি করা হচ্ছে।
প্রায় ২০ বছর পূর্বে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক)-এর উদ্যোগে সিলেটে নগরীর ঘাসিটুলা এলাকায় একটি বেতশিল্প গড়ে তোলা হয়। কিছুদিন পর সেটা বন্ধ হয় যায়। বর্তমানে অনেকেই ব্যক্তিগত উদ্যোগে এই শিল্পের প্রসারে ভূমিকা রাখছে। সিলেটে বর্তমানে প্রায় ৫০ প্রকারের বেত জাতীয় পণ্য তৈরি হয়।
এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে- বেতের তৈরি ম্যাগাজিন র্যাক, টেলিফোন চেয়ার, সোফা সেট, বেড সেট, জুতার র্যাক, ট্রলি, টেবিল, শেলফ, রিডিং টেবিল, রকিং চেয়ার, টেলিফোন টেবিল, ফোল্ডিং চেয়ার, আর্ম চেয়ার, রাউন্ড কফি টেবিল, কর্নার সোফা, ইজি চেয়ার, ডাইনিং সেট, টি ট্রলি, গার্ডেন চেয়ার, পেপার বাস্কেট, বুক শেলফ, ম্যাগাজিন বাস্কেট, ডাইনিং চেয়ার, বাঙ্গি টেবিল, কোট হ্যাঙ্গার, মোড়া, বেবি কট ইত্যাদি।