পর্যটন বিচিত্রা ডেস্ক
ঈদের আনন্দ আর দীর্ঘ ছুটিতে অবকাশ যাপনে বৃহত্তর খুলনা, সাতক্ষীরা, যশোর, ঝিনাইদহ, কুষ্টিয়া, পিরোজপুর, বরিশাল, পটুয়াখালী, ঢাকা, চট্রগ্রামসহ দেশের প্রত্যন্ত অঞ্চলের হাজারো মানুষ পরিবার পরিজন নিয়ে ভিড় করছেন ঐতিহ্যবাহী ষাটগুম্বজ মসজিদ, তৎসংলগ্ন বিশাল ঘোড়াদিঘি, ষাটগম্বুজ যাদুঘর যেখানে থরে থরে সাজানো রয়েছে মহান আউলিয়া হযরত খানজাহান আলির টাকশালের তাম্রমুদ্রা, মাটির ব্যবহৃত বাসন, তৈজসপত্র। রয়েছে খানজাহান আলী দিঘির মমিকৃত কালাপাহাড় কুমির যাদুঘরের বিশেষ আকর্ষণ বিভিন্ন স্মৃতিচিহ্ন, মানচিত্র এবং লিপিবদ্ধ ইতিহাস পাশেই খানজাহানের বসতভিটা খননকালে উদ্ধারকৃত অনেক মূল্যবান দ্রব্যাদির সমাহারে সমৃদ্ধ ষাটগুম্বুজ যাদুঘর।
এছাড়া গত ৩ দিনে জার্মান, ইংল্যান্ড, জাপানসহ বেশ কয়েকটি দেশ থেকে ২৫ জন দর্শনার্থী এসেছেন বলে জানান, যাদুঘরের কাস্টোডিয়ান মুহাম্মাদ জায়েদ।
কাস্টোডিয়ান মুহাম্মাদ জায়েদ জানান, বাগেরহাটকে পুরো পর্যটন এলাকায় পরিণত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও সরকার বিভিন্ন উন্নয়নমূলক কাজ করে চলেছে। পুরো বাগেরহাটকে বলা হয় মসজিদের শহর, দিঘির শহর। রয়েছে এক গুম্বজ, নয় গুম্বজ, দশগুম্বজ, চুনাখোলা, সিংগাইর মসজিদসহ আরো বেশ কয়েকটি মসজিদ। রয়েছে পচা দিঘি, একতার খা দিঘি, খানজাহান আলী দিঘি, ঘোড়া দিঘি, পাটরপাড়া দিঘিসহ অসংখ্য আউলিয়ার মাজার।