পর্যটন বিচিত্রা প্রতিবেদন
১৯৯৪ সালে পুরাতন জাদুঘরের পরিবর্তে একটি নতুন জাদুঘর ভবন তৈরি হয়। বিহার ও এর সংলগ্ন অঞ্চল থেকে সংগৃহীত প্রত্ননিদর্শন উপস্থাপন করা হয়। এটি চার গ্যালারি বিশিষ্ট একটি জাদুঘর। এ জাদুঘরে উল্লেখযোগ্য কয়েকটি নিদর্শন হলোঃ একটি মাঝারি আকারের ব্রোঞ্চের তৈরি বৌদ্ধের আবক্ষ অংশ, পোড়ামাটির ফলক, অলংকৃত ইট, পাথরের মূর্তি, পোড়ামাটির তৈজসপত্র ইত্যাদি।
কিভাবে যাবেন
নওগাঁ জেলা থেকে প্রায় ৩৫ কি.মি উত্তরে ও জয়পুরহাট জেলা থেকে প্রায় ১২ কিলোমিটার দক্ষিণে পাহাড়পুর ইউনিয়নের পাহাড়পুর গ্রামে অবস্থিত। নওগাঁ শহর থেকে বদলগাছী উপজেলা হয়ে পাহাড়পুর বাজার, জয়পুরহাট বাসষ্ট্যান্ড থেকে খঞ্জনপুর দূর্গাদহ বাজার হয়ে পাহাড়পুর বাজার। পাহাড়পুর বাজার থেকে ২ কিমি রাস্তায় সিএনজি, অটোরিকশা কিংবা ভ্যান-রিকশাযোগে পাহাড়পুর বৌদ্ধবিহার যাওয়া যাবে।