পর্যটন বিচিত্রা ডেস্ক
গিয়াসউদ্দীন বাহাদুর শাহ’র রাজত্বকালে জনৈক সুলায়মান মসজিদটি নির্মাণ করেন। পূর্বদিকের কেন্দ্রীয় প্রবেশদ্বারের উপরে স্থাপিত একটি শিলালিপি অনুসারে এ মসজিদটির নির্মাণকাল ৯৬৬ হিজরি (১৫৫৮-৫৯ খ্রি.)।
এ মসজিদটি ১৮৯৭ সালের ভূমিকম্পে চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। বর্তমানে এটি বাংলাদেশ সরকারের প্রত্নতত্ত্ব বিভাগ কর্তৃক সংরক্ষিত। মসজিদটির মূল গাঁথুনি ইটের তৈরি হলেও এর বাইরের এবং ভেতরের দেয়ালে পেন্ডেন্টিভের খিলান পর্যন্ত পাথরের আস্তরণ দিয়ে আবৃত। মেহরাবগুলো খোদাইকৃত পাথরের নকশা দিয়ে বহুলভাবে অলংকৃত। প্রতিদিন অনেক দর্শনার্থী এই মসজিদটি দেখতে আসেন।