তাড়াশ উপজেলার তাড়াশ সদর ইউনিয়নের তাড়াশ বাজারের মধ্যে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে বেশ কয়েকটি পুরাতন মন্দির। বাংলা দ্বাদশ শতাব্দীর শুরুর দিকে তৎকালীন তাড়াশের হিন্দু প্রধান জমিদার বনওয়ারীলাল রায় বাহাদুরের পৃষ্ঠপোষকতায় এ সকল মন্দির নির্মিত হয় বলে জানা যায়।
এগুলোর মধ্যে সর্ববৃহৎ গোবিন্দ মন্দিরটি তৈরি হয় ১১০৫ বঙ্গাব্দে (১৬৯৮ খ্রি.), যা দৈর্ঘ্যে প্রায় ৯২ মিটার (৩০০ ফুট), প্রস্থে প্রায় ৫৫ মিটার (১৮০ ফুট) ও উচ্চতায় প্রায় ১৮ মিটার (৬০ ফুট)।
মন্দিরটির অভ্যন্তরে কারুকার্যখচিত ২৫টি গোলাকৃতি স্তম্ভ ও কালো পাথরের পূজার বেদি রয়েছে। মন্দিরগুলো আজও সনাতন ধর্মাবলম্বীদের পূজা-অর্চনা ও পর্যটকদের পদচারণায় মুখরিত থাকে।