পর্যটন বিচিত্রা ডেস্ক
ফাল্গুন মাসের শিব চতুর্দশীতে ২ দিনব্যাপী শিবরাত্রি পূজা উৎসব ও মেলার আয়োজন করা হয়েছে। মিঠাই-মিষ্টান্নের পাশাপাশি বাচ্চাদের খেলনা, কাঠ, বাঁশ ও বেতের বিভিন্ন আসবাবপত্রসহ অন্যান্য পণ্যের পসরা সাজিয়ে বসেন দোকানিরা।
বারশিবালয়ের পাশ দিয়ে বয়ে যাওয়া নদীতে সবাই পুন্যস্নান শেষে শিবের মাথায় প্রসাদ ঢেলে দেশ ও জাতির কল্যাণ কামনা করেন। এই সময়ে স্নান ও পূজার মাধ্যমে ভক্তরা আত্মার শুদ্ধি ও মোক্ষ লাভের আশা করেন। বিশ্বাস করা হয় যে, এই পবিত্র স্নান পাপ থেকে মুক্তি দেয় এবং জীবনে আধ্যাত্মিক উন্নতি সাধন করে।