পর্যটন বিচিত্রা ডেস্ক
চৈতন্যদেব ছিলেন নবদ্বীপের নদীয়া অঞ্চলের বাসিন্দা। তিনি গৌড়ীয় বৈষ্ণববাদ ও ভক্তিবাদের প্রবর্তক। তেরো ধাপ সিঁড়ি ভেঙে ওপরে উঠলে মন্দির প্রাঙ্গণ। প্রথমেই সিংহদ্বার। বামদিকে পাশাপাশি পাঁচটি ছোটো মন্দির। এখানে দোল মন্দিরই মূল মন্দির।
পঞ্চদশ শতাব্দীতে (২৩ ফাল্গুন, ৮৯১ বঙ্গাব্দ) জন্মগ্রহণকারী শ্রী চৈতন্য বাংলার অন্যতম একজন সংস্কারক ছিলেন। তিনি জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সর্বশ্রেণির লোকের প্রতি ভ্রাতৃসম আচরণে বিশ্বাসী ছিলেন। এখানে প্রতিবছর চৈত্রের রবিবারে বারুণী ও রথযাত্রা এবং ফাল্গুন মাসের পূর্ণিমায় তাঁর জন্মদিবস উপলক্ষে মেলা বসে।