পর্যটন বিচিত্রা প্রতিবেদন
শেরপুর উপজেলা সদর থেকে প্রায় ৭ কিলোমিটার দক্ষিণে শাহ বন্দেগী ইউনিয়নের রাজবাড়ি এলাকায় সৌদিয়া সিটি পার্ক অবস্থিত। চমৎকার প্রাকৃতিক পরিবেশে নির্মিত এই বিনোদন পার্ক মূলত একটি কৃষি খামার।
এর বর্তমান নাম স্যাটকম এগ্রো পার্ক। এখানে শিশুদের বিভিন্ন রাইডসহ বড়দেরও বিনোদনের বিভিন্ন উপকরণ রয়েছে। পার্কটি মো. আব্দুল মমিন প্রতিষ্ঠা করেন।