পর্যটন বিচিত্রা ডেস্ক
এ পরীক্ষার নাম: এমবিএ ইন ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট (MBA in THM), প্রথম বর্ষ ১ম সেমিস্টার, পরীক্ষা-২০২৩। পরীক্ষার্থীরা অনলাইনে ফরম পূরণ করতে পারবেন ১৮/০২/২০২৫ পর্যন্ত। শিক্ষার্থী কর্তৃক প্রিন্টকৃত আবেদন ফরম কলেজে জমা দেওয়ার শেষ তারিখ ১৯/০২/২০২৫ থেকে ২০/০২/২০২৫ পর্যন্ত।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, কলেজ কর্তৃক শিক্ষার্থীর ডাটা নিশ্চয়ন করার তারিখ: ২৩/০২/২০২৫ থেকে ২৪/০২/২০২৫ পর্যন্ত। কলেজ কর্তৃক সোনালী সেবার মাধ্যমে টাকা জমার তারিখ: ২৫/০২/২০২৫ থেকে ২৬/০২/২০২৫ পর্যন্ত। Pay Slip, ফি বিবরণী, শিক্ষার্থী বিবরণী ও অন্যান্য কাগজপত্র সংশ্লিষ্ট শাখায় জমার তারিখ: ২৭/০২/২০২৫।
পরীক্ষায় যারা অংশগ্রহণ করতে পারবেন: শিক্ষাবর্ষ: অনিয়মিত ২০২১–২০২২ নিয়মিত ২০২২–২০২৩। পরীক্ষার ফি: নিয়মিত/অনিয়মিত/মানোন্নয়ন পরীক্ষার্থী (প্রতি পত্র) ১ হাজার টাকা। কেন্দ্র ফি: ৫০০ টাকা।
শর্তাবলি
১. উক্ত শিক্ষাবর্ষের সব পরীক্ষার্থী আবেদন ফরম পূরণ করতে পারবেন।
২. ২০২২ সালের পরীক্ষায় ‘C’ গ্রেড এবং ‘D’ গ্রেডপ্রাপ্ত পরীক্ষার্থীরা ২০২৩ সালে মানোন্নয়ন পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন, তবে যেকোনো পরীক্ষার্থী একবারের বেশি মানোন্নয়ন পরীক্ষা দিতে পারবেন না। রেজিস্ট্রেশনের মেয়াদ থাকা সত্ত্বে অনুপস্থিত (NA) বা অকৃতকার্য (‘F’ গ্রেডপ্রাপ্ত) পরীক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবেন।
বিস্তারিত তথ্য জানতে ওয়েবসাইট: www.na.ac.bd