পর্যটন বিচিত্রা প্রতিবেদন
সময় নিয়ে বিমানবন্দরে পৌঁছান
সময়মতো বিমানবন্দরে পৌঁছতে অনেকটা সময় নিয়ে বের হওয়া উচিত। কারণ, যানজটে পড়তে পারেন। সময়মত পৌঁছতে না পারলে আপনাকে রেখেই উড়ে যাবে বিমান।
অন্য যাত্রীদের সুযোগ দিন
বোর্ডিংয়ের সময়ে অনেকেই নিজের জিনিসপত্র নিয়ে ব্যস্ত হয়ে পড়েন। অন্য যাত্রীদের কথা ভাবেন না। যে লাইনে দাঁড়িয়ে জিনিসপত্র ক্যাবিনেটে রাখছেন, বাকিদেরও সেভাবে নিজ আসনে পৌঁছাতে হবে। তাই তাদের প্রবেশের সুযোগ করে দিতে হবে।
বিমানবালার কাজে সমস্যা সৃষ্টি করবেন না
অনেকেই বিমানে প্রবেশ করে নিজ আসন হাত-পা ছড়িয়ে বসেন। এতে নিজে আরামবোধ করলেও বিমানবালার কাজে বিঘ্ন ঘটতে পারে।
বমির ব্যাগ বিমানবালাদের দেবেন না
বিমানে উচ্চতার কারণে অনেকেরই বমি হয়। তাই বিমানে বমি করার ব্যাগ দেওয়া হয়। বমি করে সেই ব্যাগ বিমানবালাদের হাতে দেবেন না। এটি নিজ দায়িত্বে রাখুন।
পাশের যাত্রীর সমস্যা করবেন না
সময় কাটাতে অনেকেই হেডফোন দিয়ে গান শোনেন। গানের শব্দ যেন অন্য যাত্রীর না শুনতে পায় সেটি লক্ষ্য রাখবেন।