পর্যটন বিচিত্রা প্রতিবেদন
এবারের ফেয়ারে ৬৩টি স্টল থাকছে। রিয়েল এস্টেট প্রতিষ্ঠান ছাড়াও বিল্ডিং ম্যাটেরিয়ালস ও অর্থলগ্নীকারী প্রতিষ্ঠানকে অংশগ্রহণ করার সুযোগ করে দিয়েছে রিহ্যাব।
উদ্বোধনী অনুষ্ঠানে সিটি কর্পোরেশনের মেয়র বলেন, চট্টগ্রামকে মনোরমভাবে বাসস্থানের উপযোগী করার জন্য বেশ কিছু উদ্যোগ গ্রহণ করেছেন। ঢাকা-চট্টগ্রামসহ সারা দেশের নাগরিকদের আবাসনের স্বপ্ন পূরণে রিহ্যাব এর অবদান অনেক বড়।
তিনি বলেন, দেশে এবং বিদেশে গৃহায়ণ শিল্পের বাজার সৃষ্টি ও প্রসারে রিহ্যাব কাজ করে যাচ্ছে। প্রবাসী ক্রেতারা তাদের পছন্দের আবাসন খুঁজে পাচ্ছেন, যা বৈদেশিক মুদ্রা অর্জনে সহায়তা করছে। পাশাপাশি দেশের অর্থনীতি এবং লিংকেজ শিল্প বিকাশে উল্লেখযোগ্য ভূমিকা পালন করছে।
প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত ক্রেতা দর্শনার্থীরা মেলায় প্রবেশ করতে পারবেন। মেলায় দুই ধরনের টিকিট থাকছে। একটি সিঙ্গেল এন্ট্রি অপরটি মাল্টিপল এন্ট্রি। সিঙ্গেল টিকিটের প্রবেশ মূল্য ৫০ টাকা। আর মাল্টিপল এন্ট্রি টিকিটের প্রবেশ মূল্য ১০০ টাকা। মাল্টিপল এন্ট্রি টিকিট দিয়ে একজন দর্শনার্থী মেলার সময় ৪ বার প্রবেশ করতে পারবেন। এ বছর প্রতিদিন র্যাফেল ফেল ড্র অনুষ্ঠিত হচ্ছে।