পর্যটন বিচিত্রা প্রতিবেদন
ঋতুর বৈচিত্র্যে ভালোবাসার আবহে দিবসটিকে উপভোগ্য করে তুলতে চারদিকেই রয়েছে নানা আয়োজন। তবে প্রিয়জনকে নিয়ে সুন্দর কিছু সময় কাটানোর জন্য ঢাকা হোটেল ইন্টারকন্টিনেন্টালে থাকছে বিশেষ আয়োজন।
আন্তর্জাতিক তারকা হোটেল ইন্টারকন্টিনেন্টাল এ ভ্যালেন্টাইন ডে তে এলিমেন্টস গ্লোবাল ডাইনিংয়ে সুস্বাদু বাফেট উৎসবের আয়োজন করা হয়েছে। এই প্যাকেজে ভ্যালেনটাইন বাফেট ব্রাঞ্চ (১৪-১৫ ফেব্রুয়ারি) ৬৫০০ টাকা প্রতি জন।
এছাড়া ভ্যালেনটাইন বাফেট ডিনার (১৩-১৫ ফেব্রুয়ারি) ৯৫০০ টাকা প্রতি জন। পাশাপাশি নির্বাচিত ব্যাংক কার্ডের উপর বি১জি১ প্রযোজ্য। এবং আইএইচজি ওয়ান রিওয়ার্ডস সদস্যদের জন্য ২৫% ছাড়।
অন্যদিকে লাক্সারিয়াস লাভ অ্যাফেয়ারের জন্য অ্যাম্বার রুমে এলিগেন্স এ রোমান্স করার মতো একটি গুরমেট ৪ কোর্সের ক্যান্ডেললাইট ডিনার উপভোগ করতে পারবেন।
রিজার্ভেশনের জন্য: +৮৮০১৭১৩০৪৭৬৯৮, +৮৮০-২-৫৫৬৬০৩০