আগামী মে মাস থেকে শুক্রবার সারা দিন মেট্রোরেল চালানোর পরিকল্পনা করা হচ্ছে। পাশাপাশি বর্তমানে যে বিরতিতে মেট্রোরেল চলছে, তা কমিয়ে আনার পরিকল্পনা চলছে।
গতকাল মঙ্গলবার রাজধানীর উত্তরায় মেট্রোরেলের ডিপোতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব তথ্য জানান ঢাকা মাস ট্রানজিট কম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুর রউফ।
তিনি বলেন, বর্তমানে শুক্রবার বিকেল ৩টা থেকে মেট্রোরেল চলাচল করে। অন্যান্য দিন ব্যস্ত সময়ে ৮ মিনিট এবং কম ব্যস্ত সময়ে ১০ মিনিট পর পর উভয় দিক থেকে মেট্রোরেল চলছে। সব মিলিয়ে অফিস-আদালত খোলার দিনগুলোতে সারা দিনে ১৯৮ বার যাতায়াত করে মেট্রোরেল। আর শুক্রবার বিকেল থেকে রাত পর্যন্ত মেট্রোরেল চলাচল করে ৬০ বার।
আবদুর রউফ বলেন, মেট্রোরেলের ফ্রিকোয়েন্সি মে মাসের মধ্যে সহনীয় মাত্রায় আনা যায় কি না, এ লক্ষ্যে আমরা কাজ করছি। উপদেষ্টার নির্দেশনা রয়েছে। মে মাসকে আমরা টার্গেট করেছি। আশা করছি, মে মাসের মধ্যে গুছিয়ে ফেলতে পারব।
বর্তমানে মেট্রোরেলে দৈনিক গড়ে সাড়ে তিন লাখ যাত্রী পরিবহন করা হয় জানিয়ে ডিএমটিসিএলের এমডি বলেন, মেট্রো রেল কমলাপুর পর্যন্ত চালু হলে দৈনিক যাত্রী চলাচল সাড়ে পাঁচ লাখ হবে। গত সোমবার মেট্রোরেলে সর্বাধিক প্রায় তিন লাখ ৮৩ হাজার যাত্রী পরিবহন করা হয়েছে বলে জানান তিনি।