পর্যটন বিচিত্রা ডেস্ক
১৯ থেকে ২৩ ফেব্রুয়ারি পর্যটন ইভেন্টটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। খবর ইরানের সংবাদমাধ্যম তেহরান টাইমসের।
আয়োজকরা জানিয়েছেন, পাঁচ দিনের এই অনুষ্ঠানে ইউরোপ ও এশিয়ার বিভিন্ন দেশ থেকে পর্যটন ব্যবস্থাপক, ট্যুর গাইড এবং ভ্রমণকারীরা সমবেত হবেন। এটি ইসফাহানের বৈশ্বিক পর্যটন গন্তব্যস্থল হিসেবে মর্যাদা আরও দৃঢ় করবে বলে জানান তারা।
অস্ট্রিয়া, সুইজারল্যান্ড, রোমানিয়া, ভারত, ভিয়েতনাম, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, তাজিকিস্তান, কাজাখস্তান, কিরগিজস্তান, রাশিয়া, থাইল্যান্ড, ইরাক, মালয়েশিয়া, তুরস্ক এবং চীনসহ অন্যান্য দেশের পর্যটন বিশেষজ্ঞরা এতে অংশ নেবেন।