পর্যটন বিচিত্রা ডেস্ক
গত ৩০ জানুয়ারি এ তথ্য জানায় দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ। খবর এএফপির।
কোভিড মহামারির আগে ২০১৮ সালে বিমানবন্দরটি ব্যবহার করেছিল আট কোটি ৯১ লাখ যাত্রী। গত এপ্রিলের আকস্মিক বন্যায় বিমানবন্দটির কার্যক্রম ব্যাহত হয়। ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ার পরও ডিএক্সবি আগের রেকর্ড ভেঙেছে। ২০২৩ সালে বিমানবন্দরটি ব্যবহার করে আট কোটি ৬৯ লাখ যাত্রী। গত বছর যাত্রীর হার ৬ শতাংশ বৃদ্ধি পায়।
এশিয়া, ইউরোপ ও আফ্রিকার মধ্যে সংযোগ স্থাপন করে সংযুক্ত আরব আমিরাতের দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর। ফলে গত কয়েক দশক ধরেই বিমানবন্দরটি বিশ্বের অন্যতম ব্যস্ত বিমানবন্দর। এক বিবৃতিতে দুবাইয়ের শাসক এবং সংযুক্ত আরব আমিরাতের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম বলেন, ‘সফল্যের গল্প কেমন হয় তার উৎকৃষ্ট উদাহরণ ডিএক্সবি।’
বিমানবন্দরটি ৪০০টি আন্তর্জাতিক গন্তব্যে যোগাযোগ স্থাপনের লক্ষ্যে তৈরি করা হয়। বর্তমানে বিমানবন্দরটি থেকে ২৭২টি গন্তব্যে ফ্লাইট যাচ্ছে। দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের সিইও পল গ্রিফিথস জানান, ‘২০২৭ সালের মধ্যে ১০ কোটি যাত্রীকে সেবা দেওয়ার ব্যাপারে তিনি আশাবাদী।’