পর্যটন বিচিত্রা ডেস্ক
সুনসান নীরবতা বিরাজ করছে দেশের একমাত্র প্রবালদ্বীপ সেন্টমার্টিনে। সৈকত ও রিসোর্টগুলো কোলাহলশূন্য। জেটিঘাটে নেই জাহাজ, বাজে না জাহাজের সিটি। হাঁকডাক নেই দ্বীপজুড়ে।
গতকাল শনিবার (১ ফেব্রুয়ারি) থেকে পর্যটকদের জন্য দ্বীপ ভ্রমণে নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে। ৯ মাস এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। শুক্রবারই দ্বীপে অবস্থানরত তিন সহস্রাধিক পর্যটক ভ্রমণ শেষে ফিরেছেন কক্সবাজারে।
সময়মতো জাহাজ ধরতে না পারা, অসুস্থতাসহ নানা কারণে শুক্রবার রাতেও দ্বীপের বিভিন্ন রিসোর্টে অবস্থান করছিলেন ৫৪ পর্যটক। সর্বশেষ তারাও শনিবার স্পিডবোটে টেকনাফ ফিরেছেন। দ্বীপে পর্যটন ব্যবসায় জড়িত অনেক লোকজনও গতকাল ফিরেছেন টেকনাফে। বাদবাকিরাও ফিরবেন কয়েক দিনের মধ্যে।
সেন্টমার্টিন দ্বীপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান বলেন, টেকনাফের ইউএনও গত বৃহস্পতিবার দ্বীপে ছিলেন। পয়লা ফেব্রুয়ারি থেকে দ্বীপকে পর্যটকশূন্য করতে সর্বশেষ পরিস্থিতি পর্যবেক্ষণ শেষে ৫৪ জন পর্যটকসহ তিনি গতকাল টেকনাফে ফিরে আসেন। দ্বীপের ২৩টি রিসোর্টে এখন কোনো পর্যটক নেই।