লালমনিরহাটের পাটগ্রাম, আদিতমারী, কালীগঞ্জ এবং হাতিবান্ধায় ধান, পাট, তামাক, ইক্ষু, আলু, মরিচ, বাদাম ও আদা প্রচুর পরিমাণে উৎপন্ন হয়। ক্ষেতে ক্ষেতে ফসল ভরে থাকে সারাবছর। তবে তামাক চাষের জন্য অঞ্চলটি সর্বাধিক সমৃদ্ধ। তামাক চাষের মৌসুমে যাত্রাপথে সড়কের দুপাশে লম্বা দড়িতে সারিবদ্ধভাবে লটকানো তামাক পাতা রৌদ্রে শুকাতে দেখা যায়। তবে ইদানীং চাষিদের মাঝে তামাক চাষের প্রবণতা পূর্বের তুলনায় কমে গেছে।