পর্যটন বিচিত্রা ডেস্ক
জানা গেছে, শৈত্যপ্রবাহসহ নানা কারণে আশানুরূপ ক্রেতা পাননি বলে দাবি অনেক স্টল মালিকের। তাদের দাবি, মেলায় এ পর্যন্ত ১৩ থেকে ১৪ লাখ লোকের সমাগম ঘটেছে। ফলে তারা লোকসানের সম্মুখীন হচ্ছেন। বিষয়টি বিবেচনায় নিয়ে মেলার সময় অন্তত তিন সপ্তাহ বাড়ানোর আবেদন করা হয়।
তবে ইপিবি বলছে, আগামী ৩১ জানুয়ারি শুক্রবার মেলার সমাপনী অনুষ্ঠান হবে। প্রয়োজনীয় প্রস্তুতিও সম্পন্ন হয়েছে। এ বিষয়ে আমন্ত্রণ জানানো হয়েছে সংশ্লিষ্টদের।