দিনাজপুর সদর উপজেলার উত্তর শেখপুরা ইউনিয়নের উত্তর ভাটিনা গ্রাম পাখিদের একটি অবাধ বিচরণক্ষেত্র। গাছগাছালিতে পরিপূর্ণ ছোট্ট এই গ্রামটির অধিবাসীরা কোনো পাখি শিকার করে না এবং কাউকে পাখি শিকার করতেও দেয় না। গ্রামের প্রবেশপথের পার্শ্বে একটি পুকুর পাড়ে বাঁশঝাড়ের মাথায় কয়েকশ বক, পানকৌড়ি ও শালিকের দেখা মেলে। পার্শ্ববর্তী পুকুরগুলোতেও পাখিদের মাছ শিকার করতে দেখা যায়। বর্ষাকালে এ গ্রামে প্রায় ২৫-৩০ হাজার পাখি আস্তানা গেঁড়ে থাকে।
তখন অন্যান্য পাখিদের সাথে ডাহুকের উপস্থিতি লক্ষ করা যায়। এ গ্রামের বাসিন্দা আবুল হাশেম পরিবেশ উন্নয়নে এবং গ্রামটি পাখিদের নিরাপদ আবাসস্থলে পরিণত করতে লোকজনকে অনুপ্রাণিত করেন। উত্তর ভাটিনা গ্রামে পাখি ছাড়াও শিয়াল, বিড়াল, গুঁইসাপ, বেজি প্রভৃতি প্রাণীদের সংরক্ষণে এলাকার লোকজন সংকল্পবদ্ধ। মুক্তিযোদ্ধা আবুল হাশেম নিজ উদ্যোগে এ যাবৎ ১০০টি বটগাছ লাগিয়েছেন। পর্যটকরা এখানে এলে পাখির কলকাকলিতে মুখরিত স্থানটি দেখে মুগ্ধ হবেন।