দিনাজপুর সদর উপজেলার সদর ইউনিয়নে মাতা সাগর (৪৬ একর) এবং শশরা ইউনিয়নে আনন্দ সাগর (১৬ একর) নামে দুটি দিঘি রয়েছে। কথিত আছে, মহারাজা প্রাণনাথ অথবা রাজা শুকদেব রায় মাতা সাগর দিঘিটি খনন করে মায়ের নামে উৎসর্গ করেন বলে দিঘির নাম ‘মাতা সাগর’ হয়েছে।
মাতা সাগরের নৈসর্গিক দৃশ্য দর্শনার্থীদের মুগ্ধ করে। অপর দিঘি আনন্দ সাগর রাজা বৈদ্যনাথ রায় খনন করে তার স্ত্রী রানি আনন্দময়ীর নামে নামকরণ করেন বিধায় দিঘির নাম ‘আনন্দ সাগর’ হয়েছে।