পর্যটন বিচিত্রা ডেস্ক
মারায়ন তং, বান্দরবান
বান্দরবানের মিরিঞ্জা রেঞ্জের পাহাড়টির নাম মারায়ন তং। প্রকৃতিপূজারিদের কাছে তাঁবুবাসের জন্য বান্দরবানের আলী কদমের এই পাহাড়চূড়া দারুণ জনপ্রিয়। চূড়ায় দাঁড়িয়ে যত দূর চোখ যায়, শুধু সবুজে মোড়া পাহাড়। এখান থেকে সূর্যোদয় দেখার অভিজ্ঞতা অনন্য।
চর কুকরি-মুকরি, ভোলা
ভোলার চরফ্যাশনের চর কুকরি-মুকরি দ্বীপ বঙ্গোপসাগরের কোল ঘেঁষে মেঘনা ও তেঁতুলিয়া নদীর মোহনায় জেগে আছে। চর কুকরি-মুকরির ঘন জঙ্গল আর শ্বাসমূলীয় বৃক্ষরাজি দেখে মনে হবে সুন্দরবনের গভীরে ঢুকে পড়েছেন। জঙ্গল আর জলরাশি সহজেই ভুলিয়ে দেয় শহুরে জীবনের জটিলতা। আর রাতের নিস্তব্ধতায় তারাভরা আকাশপানে চেয়ে কাটিয়ে দেওয়া যায় ঘণ্টার পর ঘণ্টা।
সোনাদিয়া দ্বীপ, কক্সবাজার
কক্সবাজার সমুদ্রসৈকত ভ্রামণিকদের পছন্দের তালিকার শীর্ষে। তবে যারা জনারণ্য পছন্দ করেন না, তাদের জন্য আছে সোনাদিয়া সমুদ্রসৈকত। মহেশখালীর সোনাদিয়ায় সমুদ্রের গর্জন ছাড়া কিছু নেই। এখানকার সৈকতে তাঁবুতে থাকা রাতটি হতে পারে আপনার জীবনের শ্রেষ্ঠ মুহূর্তের একটি।
রেমা-কালেঙ্গা, হবিগঞ্জ
অরণ্যকে যদি হৃদয় দিয়ে অনুভব করতে চান, তাঁবু নিয়ে হাজির হতে পারেন রেমা-কালেঙ্গা অভয়ারণ্যে। রাতে এখানে নিবিড় নৈঃশব্দ এসে ভর করে। জঙ্গলের ঝিঁঝিপোকার দল মহোৎসাহে ক্লান্তিহীন ডাকতে থাকে। তবে সেই শব্দ বনের পরিবেশের সঙ্গে অবলীলায় মিশে যায়। রেমা-কালেঙ্গা অভয়ারণ্য হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় অবস্থিত।
মনপুরা, ভোলা
সাইক্লিং ও ক্যাম্পিংয়ের আদর্শ জায়গা মনপুরা। ভোলার দ্বীপ উপজেলাটির তিন দিকে মেঘনা আর এক দিকে বঙ্গোপসাগর। মনপুরা যেতে খুব একটা বেগও পেতে হয় না। সদরঘাট থেকে বেতুয়া বা হাতিয়াগামী যেকোনো লঞ্চে উঠলেই সূর্য ওঠার আগে মনপুরায় পৌঁছে দেবে। এই দ্বীপের আকর্ষণীয় বিষয়গুলোর মধ্যে অন্যতম হলো মাইলের পর মাইল সবুজ ম্যানগ্রোভ বন। বনের চারপাশ ঘিরে আছে নদী। নদীপাড়ে তাঁবু ফেলে কাটিয়ে দেওয়া যায় একটি আনন্দময় রাত। এ ছাড়া সাকুচিয়া সমুদ্রসৈকত, উপজেলা পরিষদের ৫ দিঘি, চৌধুরী ফিশারিজ প্রজেক্ট, মনপুরা ল্যান্ডিং স্টেশনও এখানকার বেশ জনপ্রিয় স্থান।