নারীর জন্য প্রতিষ্ঠান শান্তিবাড়ির উদ্যোগে শুক্রবার থেকে শুরু হয়েছে ‘ভালো থাকার উৎসব’। এ বছরও বাংলা একাডেমিতে দুদিনব্যাপী এই উৎসবের সিজন-২ অনুষ্ঠিত হচ্ছে। আর্ট ক্যাম্প ও আর্ট এক্সিবিশন ছাড়াও উৎসবে রয়েছে নারী উদ্যোক্তাদের পণ্য প্রদর্শনী ও মেলা।
এতে প্রায় ৪০ নারী উদ্যোক্তা অংশ নিয়েছেন। সেইসঙ্গে অনুষ্ঠিত হয় ভিগান ও ভেজিটেরিয়ান খাবারের স্টল নিয়ে প্রদর্শনী, যা ভিগান ফেস্ট হিসাবে উদ্যাপিত হয়। শুক্রবার সকালে উৎসবের উদ্বোধন করেন বিশ্বখ্যাত ফ্যাশন ডিজাইনার ও মডেল বিবি রাসেল, দেশবরেণ্য মনোচিকিৎসক ডা. হেলাল উদ্দিন আহমেদ ও অভিনয়শিল্পী এবং মডেল তানজিকা আমিন। উদ্বোধনের পর পরই উৎসব অন্তর্গত আর্ট ক্যাম্প ও আর্ট এক্সিবিশনও উদ্বোধন হয়।
১০ জন সিনিয়র ও উদীয়মান নারী চিত্রশিল্পীর অংশগ্রহণে দিনব্যাপী অনুষ্ঠিত এই আর্ট ক্যাম্পের উদ্বোধন করেন চিত্রশিল্পী প্রফেসর হামিদুজ্জামান ও ভাস্কর আইভী জামান। অন্যদিকে ৩০ নারী চিত্রশিল্পীর অংশগ্রহণে অনুষ্ঠিত আর্ট এক্সিবিশনের উদ্বোধন করেন চারুকলার ড্রইং ও পেইন্টিং বিভাগের শিক্ষক এবং বিভাগীয় প্রধান ড. মুহম্মদ ইকবাল আলী।
উৎসবে নারী চলচ্চিত্র নির্মাতা শবনম ফেরদৌসী পরিচালিত ও পরমব্রত চট্টোপাধ্যায় অভিনীত চলচ্চিত্র ‘আজব কারখানা’ প্রদর্শিত হবে উৎসবের দ্বিতীয় দিনে আজ। উৎসবে শান্তিনিকেতন থেকে আসবেন গুরুপ্রিয়া বাউল। উৎসবের শেষ দিন আজ বিকালে বিশেষ সমাপনী অনুষ্ঠান হবে। আজ থাকবে বিজ্ঞান ও নারীবাদী অ্যাক্টিভিস্ট ডা. মনিরুল ইসলামের বিশেষ আলোচনা।
এ ছাড়া স্বনামধন্য নাট্যশিল্পী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব দিলারা জামান নিজের জীবন ও লড়াইয়ের গল্প বলবেন। এবারের উৎসবে একজন কৃতী নারীকে শান্তিবাড়ি শান্তিময়ী সম্মাননা দেওয়া হচ্ছে। শান্তিময়ী সম্মাননা ২০২৫ গ্রহণ করবেন কৃতী ফুটবলার, ক্রীড়াবিদ রেহানা পারভীন। সেইসঙ্গে উৎসবে অংশগ্রহণ করা উদ্যোক্তাদের মধ্যে একজন সেরা উদ্যোক্তাকে শান্তিবাড়ির পক্ষ থেকে সম্মাননা দেওয়া হবে। সমাপনী অনুষ্ঠান শেষ হবে প্রখ্যাত সংগীত পরিচালক নির্ঝর চৌধুরী ও তার সহশিল্পী সেমন্তী মঞ্জরী, অর্ণব, প্রতীতির পরিবেশনার মধ্যদিয়ে।