■ পর্যটন বিচিত্রা প্রতিবেদন
১২ হেক্টর জমির উপর এই প্রাচীন রাজবাড়ির ধ্বংসাবশেষ বিদ্যমান। এখানে বাকলা-চন্দ্রদ্বীপের রাজাদের সর্বশেষ নিবাসস্থল ছিল। রাজবাড়ির ১৮৩ মিটার (৬০০ ফুট) দক্ষিণে ২ মিটার (৬ ফুট) উঁচু মঞ্চের উপর একটি সমাধি মন্দির রয়েছে।
মন্দিরে দেবদেবীর মূর্তি অঙ্কিত আছে। এটি ১৮ শতকে নির্মিত এবং সে সময় উদয় নারায়ণ এখানে দীর্ঘদিন রাজত্ব করার কারণে মন্দিরটি উদয় নারায়ণের সমাধি বলে মনে করা হয়। রাজবাড়ি থেকে কয়েকশ মিটার পূর্বে সড়কের পাশে শিব মন্দির অবস্থিত। রাজবাড়ির পূর্বে দুর্গাসাগর অবস্থিত।