■ পর্যটন বিচিত্রা ডেস্ক
ভোলা সদর থেকে প্রায় ৫ কিমি. দূরে অবস্থিত তুলাতুলি সৈকত। মেঘনা নদীর তীরে অবস্থিত এ সৈকতটি শহরের লোকদের নিকট অতি পরিচিত একটি স্থান। যাতায়াত ব্যবস্থা ভালো হওয়ায় প্রতিদিন বিকেলে অসংখ্য পর্যটকদের পদচারণায় মুখরিত হয় এ স্থানটি। নরম বালির চর, ঝাউবন আর লম্বা প্রশান্ত সৈকত পথ এসব মিলিয়ে এটা প্রকৃতিপ্রেমীদের জন্য এক দারুণ গন্তব্য।
এটি আসলে সাম্প্রতিক সময়ে গড়ে ওঠা একটি সৈকত, যেখানে মেঘনার বিশাল জলরাশি আর নরম বালুর চর মিলে মনোমুগ্ধকর পরিবেশ তৈরি হয়েছে। স্থানীয়রা এটাকে “তুলাতুলি” নামে ডাকেন নরম বালুর কারণে, বা জায়গার নিজস্ব কোনো ঐতিহ্য থেকে এই নাম এসেছে।