পর্যটন বিচিত্রা ডেস্ক
শিল্পী শাহাবুদ্দিনের শিল্পকর্মের অন্যতম প্রধান বিষয় মুক্তিযুদ্ধ। তার চিত্রকর্মগুলোতে মুক্তিযোদ্ধা ও যুদ্ধ এসেছে ভিন্ন ভিন্ন অবয়ব, আঙ্গিকে। এ ছাড়া আছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, মহাত্মা গান্ধীসহ কিছু মনীষীর প্রতিকৃতি। ধাবমান ষাঁড়, প্রথম দিকের জলরঙের কাজে আছে মোরগ, কিছু নিসর্গ দৃশ্য।
শিল্পী শাহাবুদ্দিন আহমেদের জন্ম ১৯৫০ সালের ১১ সেপ্টেম্বর ঢাকায়। তার পৈতৃক নিবাস নরসিংদীতে। তিনি ১৯৭৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউট থেকে স্নাতক ডিগ্রি নেন। ফ্রান্স সরকারের বৃত্তি নিয়ে বিখ্যাত ইকোল দে বোজার্ট চারু ও কারুকলা মহাবিদ্যালয়ে ১৯৭৪ থেকে ১৯৮১ পর্যন্ত অধ্যয়ন করেছেন। তারপর থেকে ফ্রান্সেই বসবাস করে স্বাধীনভাবে চারুকলার চর্চা করছেন। মহান মুক্তিযুদ্ধে শাহাবুদ্দিন আহমেদ সরাসরি সম্মুখসমরে অংশ নেন। তিনি ছিলেন গেরিলা দলের প্লাটুন কমান্ডার।দেশের বাইরে ভারত, ফ্রান্স, স্পেন, সুইজারল্যান্ড, পোল্যান্ড, জার্মানি, ইতালি, বেলজিয়াম, নেদারল্যান্ডস, সেনেগালসহ বিভিন্ন দেশে তার অর্ধশতাধিক একক শিল্পকর্ম প্রদর্শনী হয়েছে। এ ছাড়া পৃথিবীর বিভিন্ন দেশের যৌথ প্রদর্শনীতে তার কাজ প্রদর্শিত হয়েছে। সব মিলিয়ে প্রদর্শনী শতাধিক।
চারুকলায় অবদানের জন্য শাহাবুদ্দিন আহমেদ দেশ-বিদেশে বহু পুরস্কার ও সম্মাননায় ভ‚ষিত হয়েছেন। তিনি বাংলাদেশ সরকারের স্বাধীনতা পুরস্কার, ফ্রান্সের সর্বোচ্চ বেসামরিক সামরিক ‘নাইট’ উপাধি লাভ করেছেন। ১৯৯২ সালে স্পেনের বার্সেলোনা অলিম্পিকের সময় সমকালীন বিশ্বের ৫০ জন মাস্টার আর্টিস্টের কাজ নিয়ে প্রকাশিত গ্রন্থে তিনি অন্তর্ভুক্ত ছিলেন। শাহাবুদ্দিন আহমেদ ভূষিত হয়েছেন ‘অলিম্পিয়াড অব আর্ট’ পদকে।