পর্যটন বিচিত্রা ডেস্ক
দ্য স্ট্রেইটস টাইমস জানায়, ২৬ নভেম্বর ঐক্য সরকারের ক্ষমতার এক বছরপূর্তি উপলক্ষে পার্টি কেদিলান রাকিয়াতের (পিকেআর) কংগ্রেসের শেষ দিনে এ ঘোষণা দেন আনোয়ার ইব্রাহিম। তিনি বলেছেন, পর্যটন ও দেশের অর্থনীতিকে গতিশীল করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আনোয়ার ইব্রাহিম বলেন, আগামী বছর চীনের সঙ্গে আমাদের ক‚টনৈতিক সম্পর্কের ৫০ বছর উদযাপনে ১ ডিসেম্বর থেকে আমরা চীনের নাগরিকদের ৩০ দিনের ভিসা-ফ্রি সুবিধা দেব। ভারতের নাগরিকরাও একই সুবিধা ভোগ করবেন বলে জানান তিনি।
২৭ নভেম্বর দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ভিসা ছাড়ের এ সুবিধা ২০২৪ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত থাকবে। দেশটির সরকারি হিসাবে, চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত মালয়েশিয়া ৯১ লাখ ৬০ হাজার পর্যটক গিয়েছেন। এর মধ্যে চীনের পর্যটক ৪ লাখ ৯৮ হাজার ৫৪০ ও ভারতের ২ লাখ ৮৩ হাজার ৮৮৫ জন।
এর আগে গত ২৪ নভেম্বর চীন ঘোষণা দিয়েছিল তারা ১৫ দিনের জন্য মালয়েশিয়া ও পাঁচটি ইউরোপীয় দেশের নাগরিকদের ভিসা-মুক্ত প্রবেশের অনুমতি দেবে। তারপর মালয়েশিয়া এই সিদ্ধান্ত নিলো।
মালয়েশিয়ায় সর্বাধিক পর্যটক আসে সিঙ্গাপুর ও ইন্দোনেশিয়া থেকে। তবে আসিয়ানের বাইরে চীনের পর্যটকের সংখ্যা বেশি। গত সেপ্টেম্বরে মালয়েশিয়ার পর্যটন, শিল্প ও সংস্কৃতিমন্ত্রী তিয়ং কিং সিং বলেছিলেন, মালয়েশিয়া চীনা পর্যটকদের জন্য ভিসা ছাড় কার্যকর করতে প্রস্তুত আছে। মালয়েশিয়ায় চীনের নাগরিকদের আকৃষ্ট করতে এই উদ্যোগ নেওয়া হবে। ভারত থেকে আসা পর্যটকরাও একই সুবিধা পাবেন।