কিশোরগঞ্জের হাওড় পর্যটন এলাকায় নৌভ্রমণে গিয়ে পথ হারিয়ে ফেলে শতাধিক পর্যটকবাহী একটি নৌকা। অবশেষে ৯৯৯ নম্বরে ফোন পেয়ে পর্যটকদের উদ্ধার করে নৌ-পুলিশ।
শনিবার (৫ আগস্ট) দিনগত রাত সাড়ে ১০টা থেকে পৌনে ১১টার দিকে কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার আইনাল গোফ এলাকা থেকে নৌযানটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, শনিবার সকাল ১০টার দিকে ৪৫টি মোটরসাইকেলে করে গাজীপুরের শ্রীপুর উপজেলার টেলিহাটি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মেম্বার শফিকুল ইসলামের নেতৃত্বে ওই এলাকার ১০৭ জন পুরুষ কিশোরগঞ্জ হাওড় পর্যটন এলাকা ভ্রমণে আসেন। তারা বাজিতপুর পাটুলিঘাটে মোটরসাইকেল রেখে একটি বড় ইঞ্জিনচালিত নৌকায় অষ্টগ্রাম হাওড়ের দিকে ভ্রমণে যান। নৌযানে সারাদিন হাওড় পর্যটন এলাকা ভ্রমণ শেষে অষ্টগ্রাম থেকে ওই নৌযানে করে বাজিতপুরের পাটুলিঘাটে ফিরছিল পর্যটক দল।
একপর্যায়ে ঘুটঘুটে অন্ধকারে মেঘনা নদীর গভীরে পথ হারিয়ে নৌযানটি দিগ্বিদিক চলায় পর্যটক দল আতঙ্কগ্রস্ত ও দিশেহারা হয়ে পড়েন। এমন পরিস্থিতিতে পর্যটকরা ৯৯৯ নম্বরে ফোন দেন। তাদের ফোন পেয়ে কিশোরগঞ্জ নৌ-পুলিশ অঞ্চলের সদস্যরা গিয়ে বাজিতপুর উপজেলার আইনাল গোফ এলাকা থেকে তাদের উদ্ধার করেন।
পর্যটক দলের নেতৃত্বদানকারী গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার টেলিহাটি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড সদস্য শফিকুল ইসলাম বলেন, সারাদিন হাওড়ে ঘুরে ফেরার সময় রাত হয়ে যায়। রাতে নৌকার মাঝি পথ হারিয়ে দুই ঘণ্টা ধরে একই স্থানে ঘুরতে থাকেন। পরে ৯৯৯ নম্বরে ফোন দেই। দ্রুত নৌ-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আমাদের রাত সাড়ে ১০টার দিকে উদ্ধার করে পাটুলিঘাটে পৌঁছে দেয়।
কিশোরগঞ্জ অঞ্চলের নৌ-পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. তানভীর ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নৌযানে শতাধিক পর্যটক ছিলেন।