রাজধানীর আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেলের পরীক্ষামূলক চলাচল শুরু হচ্ছে।পরীক্ষামূলক চলাচলের তিনটি ধাপের প্রথমটি শুরু হবে আগামীকাল শুক্র (৭ জুলাই) অথবা শনিবার (৮ জুলাই)।
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) জানিয়েছে, আগামী ১৫ অক্টোবরের মধ্যে তারা পরীক্ষামূলক চলাচল শেষ করতে চায়। এরপর যাত্রী নিয়ে চলাচল শুরু হবে।
ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এমএএন সিদ্দিক বলেন, জুলাইয়ের প্রথম সপ্তাহে আগারগাঁও-মতিঝিল অংশে পরীক্ষামূলক চলাচল শুরুর পরিকল্পনা ছিল তাদের। সেটা রক্ষা করতে পারবেন।
পরীক্ষামূলকভাবে চলাচল শুরুর ২৪ ঘণ্টা আগে তা জানিয়ে দেওয়া হবে। পরীক্ষামূলক চলাচলের প্রথম ধাপ পারদর্শিতা পরীক্ষা বা পারফরম্যান্স টেস্ট। এর পরের ধাপে হবে সিস্টেম ইন্টিগ্রেশন টেস্ট। চূড়ান্ত পর্যায়ে হবে ট্রায়াল রান বা পরীক্ষামূলক চলাচল। এই তিন ধরনের চলাচলকেই পরীক্ষামূলক চলাচল হিসাবে বিবেচনা করা হয়।
ডিএমটিসিএল কর্মকর্তারা বলছেন, মেট্রোরেলের চলাচলের পথে বাধা নেই। যাচাই করা একধরনের আনুষ্ঠানিকতা। কারিগরি কমিটিও আনুষ্ঠানিকতা মেনে বৈঠক করে পরীক্ষামূলক চলাচলের দিনক্ষণ ঠিক করবে। কর্তৃপক্ষ জানিয়েছে, আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত অংশে পরীক্ষামূলক চলাচল হবে রাতে।
কারণ, বর্তমানে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত অংশে যাত্রী নিয়ে মেট্রোরেল চলাচল করছে। ফলে এ সময় পরীক্ষামূলক চলাচল সম্ভব নয়। এখন সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত উত্তরা-আগারগাঁও পথে মেট্রোরেল চলাচল করে। আগামী শনিবার থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত চলাচল করবে। এরপর ট্রেনগুলো ডিপোতে যাওয়া, স্টেশনের হিসাব-নিকাশ শেষ করে পরীক্ষামূলক চলাচল রাত ১০টা থেকে শুরু হতে পারে। চলবে ভোর পর্যন্ত।
আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত স্টেশন রয়েছে সাতটি। এগুলো হলো-বিজয় সরণি, ফার্মগেট, কাওরান বাজার, শাহবাগ, টিএসসি, প্রেস ক্লাব ও মতিঝিল। এখন এই পথে পরীক্ষামূলক চলাচল শুরু হবে।
ডিএমটিসিএলের এমডি এমএএন সিদ্দিক বলেন, ১৫ অক্টোবরের মধ্যে পরীক্ষামূলক চলাচল সম্পন্ন হওয়ার পর যাত্রী নিয়ে চলাচলের দিন-তারিখ ঠিক করা হবে।