কুরবানি ঈদ উপলক্ষ্যে ঢাকা-বরিশাল রুটের বিলাসবহুল লঞ্চের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। মঙ্গলবার (২০ জুন) সকাল ৭টা থেকে বিক্রি শুরু হয়। তবে প্রথম দিন যাত্রীদের তেমন চাপ ছিল না।
সুন্দরবন নেভিগেশন গ্রুপের বরিশাল অফিসের ম্যানেজার জাকির হোসেন বলেন, পদ্মা সেতু দিয়ে বেশি যাত্রী ঢাকায় যাচ্ছে। তাই আমরা যাত্রী আকর্ষণে নানা সুবিধা দিচ্ছি। যাত্রী চাপ কয়েক দিন পর বাড়তে পারে বলে জানান তিনি।
বাংলাদেশ নৌ চলাচল (যাত্রী পরিবহণ) সংস্থার ভাইস চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু বলেন, যাত্রী চাপ কম হলেও দিন দিন বাড়বে। অতীতের মতো এবারও এই নৌপথে আনন্দের ঈদযাত্রা হবে।
এদিকে নিরাপত্তা নিশ্চিতে ঈদযাত্রাকালীন সময়ে নৌপথে বাল্কহেড চলবে না বলে জানিয়েছে বিআইডব্লিউটিএ বরিশাল।
বিআইডব্লিউটিএ বরিশালের নৌ বন্দর ও পরিবহণ বিভাগের উপপরিচালক আবদুর রাজ্জাক জানান, নৌপথ নিরাপদ করতে ঈদের আগের ও পরের সাত দিন বাল্কহেড চলাচল বন্ধ থাকবে। এ সংক্রান্ত চিঠি কোস্টগার্ড ও নৌপুলিশকে দেওয়া হয়েছে। ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।