পর্যটন বিচিত্রা প্রতিবেদন
হিমালয়ের কোলে সাজানো শহর সিমলাকে বলা হয় ভারতের পূর্ববর্তী ‘গ্রীষ্মকালীন রাজধানী’। মনোরম আবহাওয়ার জন্য হিমাচল প্রদেশের সিমলায় সারা বছর পর্যটকদের আনাগোনা থাকে। গরম থেকে মুক্তি পেতে এবার এই অঞ্চলে পর্যটকদের ঢল নেমেছে। হোটেলেও জায়গা পাওয়া যাচ্ছে না। জুনে আরও বেশি পর্যটক আসবে বলে আশা করা হচ্ছে।
চলতি বছরের জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত ৭২ লাখ পর্যটক সিমলায় ঘুরতে এসেছেন বলে রাজ্য কর্তৃপক্ষের বরাতে জানিয়েছে হিন্দুস্তান টাইমস।
হিমাচল প্রদেশের পর্যটন বিভাগের ডিরেক্টর অমিত কাশ্যপ জানান, পর্যটকদের আগমন বেড়েছে। জুনে মনোরম আবহাওয়ার কারণে এই অঞ্চলে আরও বেশি পর্যটক আসবে বলে আশা করা হচ্ছে।
তিনি আরও বলেন, কোভিড-১৯-এর আগে আমাদের বার্ষিক পর্যটকের সংখ্যা ছিল ১ কোটি ৭০ লাখ। এর পরের বছরগুলোতে তা ছিল ৩২ লাখ। পরে তা বেড়ে হয় ৫৭ লাখ। গত বছর আমরা ১ কোটি ৫১ লাখ পর্যটক পেয়েছিলাম।
অমিত কাশ্যপ জানান, শিমলায় সাপ্তাহিক ছুটির দিনে হিমাচল প্রদেশ ট্যুরিজম ডেভেলপমেন্ট করপোরশেনের (এইচপিটিডিসি) হোটেলগুলো প্রায় ৭০ শতাংশ দখলে থাকে। মানালির এইচপিটিডিসি হোটেলগুলো প্রায় ১০০ শতাংশই পর্যটকদের দখলে চলে যায়। বর্তমানে পর্যটকদের হোটেল পেতে কষ্ট হচ্ছে। অনেক পর্যটক সিমলা শহরে থাকার পরিবর্তে শহরতলীতে চলে যাচ্ছেন। প্রচণ্ড গরম থেকে মুক্তি পেতেই পর্যটকরা এখানে ভিড় জমান।
দিল্লি থেকে আসা পর্যটক শ্রেষ্ঠা সাহু বলেন, এখানকার আবহাওয়া বেশ ভালো। এই সময় প্রচুর ভিড় থাকে এখানে।