সেহেলী আজিজ মৌ:
বেশিরভাগ সময়ই নারীরা নিজের ভেতরকার ‘আমি’টাকে ভীষণ অবহেলা করে। অধিকাংশ সময়ই তারা মনে করতে পারেন না- শেষ কবে প্রাণ খুলে হেসেছিলেন! হাসতে হাসতে চোখে পানি চলে এসেছিল! সকাল থেকে রাত অবধি নারীরা শুধুই অন্যের জন্য বাঁচতে শেখে। যা শেখে না তা হলো- নিজের জন্য বাঁচা। পড়াশোনার ব্যস্ততা, গতানুগতিক জীবন, স্বামী, সংসার, বাচ্চা, শ^শুর-শাশুড়ি, ননদ-দেবর, অফিসের কলিগ, সোকলড সামাজিক বন্ধুবান্ধব- এসব দায়িত্বের ভিড়ে নিজেকে নিয়ে ভাবার আর অবকাশই হয়ে ওঠে না নারীর।
তাই নারীদের বলছি- এবার নিজের জন্য সময় বের করুন। ২৪ ঘণ্টায় ২৪ মিনিটের জন্য হলেও। আয়নার সামনে দাঁড়ান। ভালো করে তাকান। দেখুন তো, শরীরের কোথায় কোথায় যতেœর বড্ড অভাব পড়েছে! আপনার ফুলের গাছে বা প্রিয় টবটায় দিন শেষে যেমন আপনি পানি ঢালতে ভোলেন না, তেমনি নিজের দেহ নামক গাছটায় পানি ঢালতে ভুলে যাবেন না। বাচ্চাদের জন্য হরলিক্স আর স্বামীর জন্য চা বানানোর পাশাপাশি নিজের জন্যও এক মগ গ্রিন টি বানিয়ে খান। ফিট থাকার চর্চাটা শুরু করুন আজকে থেকেই। খোলা বাতাসে প্রাণ ভরে শ্বাস নিন। আপনার যা যা করতে ভালো লাগে, তা করুন। একটা সময়ের পর এসে আর কোনো কিছুই ম্যাটার করে না। ম্যাটার করে শুধু নিজের ভালো থাকা, সুস্থ থাকা। আর সুস্থ থাকার জন্য প্রকৃতির কাছাকাছি যাওয়াটা খুবই প্রয়োজন। প্রয়োজন খোলা আকাশের নিচে বুক ভরে শ্বাস নেয়া। আর সেই সুযোগটা করে দিচ্ছে এবার লেডিবার্ড হলিডেস।
দৈনন্দিন জীবনের সব কর্মব্যস্ততাকে একপাশে সরিয়ে চলুন এবার লেডিবার্ড হলিডেসের সাথে বেরিয়ে পড়ি বিশ্বকে দেখতে। সম্পূর্ণ নারী দ্বারা পরিচালিত এই গ্রুপে আপনি পাবেন আপনার সময় এবং সুবিধা মতো গ্রুপ ট্যুরের ব্যবস্থা। দেশের এবং দেশের বাইরের বিভিন্ন আকর্ষণীয় জায়গায় ঘোরার জন্য এখন আর নারীদের দুশ্চিন্তার কোনো কারণ নেই। নেই নিরাপত্তাজনিত কোনো প্রশ্ন। নারীদের সর্বোচ্চ নিরাপত্তা আর কমফোর্ট জোনের কথা ভেবেই লেডিবার্ডে থাকছে দেশ এবং দেশের বাইরে আকর্ষণীয় সব প্যাকেজ। চাইলেই এই গ্রুপ ট্যুর আপনারা কাস্টমাইজও করে নিতে পারেন। হতে পারে স্কুল জীবনের পুরোনো সব বান্ধবী অথবা কর্মক্ষেত্রের প্রিয় নারী সহকর্মীদের সাথে। নিজেকে দিন এবার কিছুটা কোয়ালিটি টাইম। আপনার জন্য রয়েছে এখানে দেশ এবং দেশের বাইরের নানা সাশ্রয়ী ও আকর্ষণীয় প্যাকেজ।
আসুন, জীবনে যুক্ত করি কিছু নতুন বন্ধু। লেডিবার্ডের ডানায় ভর করে এবার আপনি উপভোগ করুন পুরো বিশ্বকে। ক্লান্তি শেষে আপনার দেহ ও মনে ফিরে আসুক প্রশান্তি; যা আপনাকে করে তুলবে ফিট। মনে রাখবেন- আপনি ফিট তো…দুনিয়া হিট!
লেখক: এক্সিকিউটিভ ডিরেক্টর, লেডিবার্ড হলিডেস