পর্যটন বিচিত্রা ডেস্ক
ইলাস্টিকের দড়ি দিয়ে বাঁধা থাকা অবস্থায় সুউচ্চ স্থান থেকে ফাঁকা জায়গায় লাফিয়ে পড়ে রোমাঞ্চের স্বাদ নেয়ার সুযোগ করে দেয় বাঞ্জি জাম্পিং। উঁচু ভবন বা ক্রেন, উপত্যকা বা গিরিখাতের মাঝে থাকা সেতুসহ অনেক জায়গা থেকেই বাঞ্জি জাম্পের ব্যবস্থা রয়েছে।
প্রাকৃতিক সৌন্দর্যবেষ্টিত পাহাড় আর পাথুরে স্রোতস্বিনী খাল বা নদীর সংযোগস্থলে বাঞ্জি জাম্প করা গেলে অনুভূতি হয় আরও দুর্দন্ত। অ্যাডভেঞ্চার ট্রাভেল টিপসে এবারের আলোচনায় বাঞ্জি জাম্পিং।
ভাবুন তো! আপনি ঠিক পাখির মতো উড়ছেন কিংবা উঁচু পাহাড় থেকে লাফিয়ে পড়ছেন। বিষয়টা কিন্তু বেশ রোমাঞ্চকর। উঁচু থেকে উল্টো হয়ে পড়ার সময় শরীরে যে শিহরণ জাগবে; তার অভিজ্ঞতা অন্যরকম। সুযোগ থাকলে বিষয়টি উপভোগ করা থেকে বঞ্চিত থাকবে খুব কম মানুষই।
বাঞ্জি জাম্পিং বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় স্টান্ট। কথিত আছে, এটি করতে পারার ঘটনা যুদ্ধ জয়ের মতো উত্তেজনার সৃষ্টি করে স্নায়ু। তবে এই স্টান্ট করার আগে অবশ্যই কিছু প্রস্তুতি রাখা প্রয়োজন।
শারীরিকভাবে ফিট থাকা বাঞ্জি জাম্পিংয়ের জন্য শারীরিকভাবে আপনি ফিট কিনা তা আগে জানতে হবে। কারণ, এই জাম্পের সঙ্গে অ্যাড্রিনাল গ্রন্থির নিঃসরণকে নিয়ন্ত্রণ করতে পারবেন কি না তা আগে দেখে নেওয়া দরকার। উঁচু থেকে লাফ দেওয়ার ক্ষেত্রে শরীরের ওজন ও বয়সের সীমাবদ্ধতাও আছে। তাই সঠিক নিয়ম জেনে তবেই বাঞ্জি জাম্পিংয়ের জন্য প্রস্তুতি নিন। এছাড়া পিঠ বা ঘাড়ের আঘাত, শরীরের কোথাও ভাঙা থাকলে, উচ্চ রক্তচাপ, হাঁপানি, স্নায়ুর রোগ, মৃগীরোগ, হার্টের অসুখ, এমনকি অন্তঃসত্ত্বা হলেও বাঞ্জি জাম্প এড়িয়ে চলা উচিত।
পরিমিত খাবার গ্রহণ বাঞ্জি জাম্পিংয়ের প্রস্তুতির আগে খাবার গ্রহণে কিছু বিধিনিষেধ রয়েছে। এক্ষেত্রে খাবার খেতে হবে পরিমাণ মতো। অতিরিক্ত কিংবা একেবারেই কম খাওয়া ক্ষতিকর। অ্যালকোহল বা ইন্দ্রিয় নিস্তেজ করে এমন কোনো ওষুধ সেবন করলে বাঞ্জি জাম্প এড়িয়ে চলাই ভালো।
খোঁজ নিতে হবে আগে থেকেই বাঞ্জি জাম্পিংয়ের আগে কিছুটা হোমওয়ার্ক করতে পারেন। ঠিক কোন স্থানে আপনি এই স্টান্ট করবেন সেখানকার খোঁজখবর নিন। পাশাপাশি প্রশিক্ষিত জাম্প মাস্টার, বিমা ও সার্টিফিকেশন কেমন আছে, তাও জেনে নেওয়া প্রয়োজন। মনে রাখবেন জীবনের ঝুঁকি নিয়ে অ্যাডভেঞ্চার করা একবারেই বুদ্ধিমানের কাজ নয়।
পোশাক নির্বাচনে গুরুত্ব
বাঞ্জি জাম্পিংয়ে পোশাক নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ অংশ। এক্ষেত্রে প্যান্ট বা র্শটস পরাই সবচেয়ে ভালো। শরীরের সঙ্গে লেগে থাকবে এমন পোশাক পরতে হবে। শরীরের বাইরে থেকে উড়তে থাকে এমন পোশাক এড়িয়ে যাওয়াই ভালো। জুতা নির্বাচনের ক্ষেত্রেও মানত হবে বিশেষ সতর্কতা। যদি জুতা পরেন তাহলে তা যেন ঢিলাঢালা না হয়। তবে এক্ষেত্রে খালি পায়ে থাকাই উত্তম। এছাড়া পকেট যেন অবশ্যই খালি থাকে সেদিকেও রাখতে হবে বিশেষ সতর্কতা।
দুশ্চিন্তা করবেন না
প্রথমবার বাঞ্জি জাম্পিংয়ের সময় সবাই উদ্বেগ ও আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন। তবে ভয় পেলে কিংবা দ্বিধা থাকলে সময় থাকতেই বাঞ্জি জাম্পিংয়ের সিদ্ধান্ত থেকে সরে আসুন। আর যদি করতেই হয় তাহলে মনে সাহস রাখুন ও গভীর শ্বাস নিয়ে দুশ্চিন্তা থেকে বেরিয়ে আসুন।