হিমালয়ের কোলঘেঁষা বাংলাদেশের সর্ব উত্তরের উপজেলা তেঁতুলিয়ায় বাংলাবান্ধা স্থলবন্দর অবস্থিত। মহানন্দা নদীর তীর ও ভারতের সীমান্ত সংলগ্ন স্থানে ১৯৯৭সালে ১০ একর জমিতে স্থলবন্দরটি নির্মিত হয়। এ বন্দর দিয়ে প্রতিদিন পণ্যবাহী ট্রাক বাংলাদেশ ও ভারতে চলাচল করে থাকে। এ স্থান থেকেও হেমন্ত ও শীতকালে কাঞ্চনজঙ্ঘা পর্বতের সৌন্দর্য বেশ উপভোগ করা যায়। বাংলাদেশের সর্ব উত্তরের স্থান বলেই শীতকালে এখানকার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য প্রচুর পর্যটকের আগমন ঘটে। এছাড়াও পঞ্চগড়ের বিভিন্ন স্থানে অজস্র নুড়ি পাথর রয়েছে। সবচেয়ে বেশি পাথর উত্তোলন করা হয় ভজনপুর এলাকা থেকে।