পর্যটন বিচিত্রা প্রতিবেদন
এয়ার ফ্রান্সের মালিকানায় ১৯৭২ সালে ফ্রান্সে লা মেরিডিয়ানের যাত্রা শুরু হয়। ২০০৫ সালে এটি অধিগ্রহণ করে স্টারউড। শুরুতে লা মেরিডিয়ান ইউরোপ ছাড়াও মধ্যপ্রাচ্যে ব্যবসা শুরু করে। পরবর্তী সময়ে দক্ষিণ এশিয়া ছাড়াও বিশ্বের বিভিন্ন দেশে লা মেরিডিয়ানের কার্যক্রম রয়েছে।
লা মেরিডিয়ানে রয়েছে ৩০৪টি গেস্টরুম ও স্যুট। এগুলোর আয়তন ৪০ বর্গমিটার থেকে ৩১৫ বর্গমিটার। এছাড়া রয়েছে ছয়টি রেস্তোরাঁ, দুটি ব্যাংকুয়েট হল ও ছয়টি মিটিং রুম । হোটেলের লাইভ কিচেন সমৃদ্ধ একটি ডাইনিং রেস্টুরেন্টে আন্তর্জাতিক ও দেশীয় খাবার পাওয়া যায়।
আধুনিক নকশার শৈল্পিক এই হোটেল নতুন নতুন খাবার ও দেশীয় সংস্কৃতিকে প্রাধান্য দেয়। হোটেলের লাইভ কিচেন সমৃদ্ধ একটি ডাইনিং রেস্টুরেন্ট সারা দিনই আন্তর্জাতিক ও দেশীয় খাবার পাওয়া যায়। স্পেশাল ইটালিয়ান রেস্টুরেন্ট ফেভোলায় পাওয়া যায় বিচিত্র স্বাদের খাবার। আরও রয়েছে আধুনিক লাউঞ্জ
‘বার ফিফটিন এভাব’।
বাংলাদেশে হোটেল পরিচালনায় লা মেরিডিয়ানের ৩০ বছরের অভিজ্ঞতা রয়েছে। এর আগে শেরাটন ও ওয়েস্টিনও আমাদের হাতেই পরিচালিত হয়েছে । এদেশের হোটেল বাণিজ্য সম্বন্ধে আমাদের ধারণা রয়েছে । লা মেরিডিয়ান ব্র্যান্ডের বিশ্বজুড়ে একশটিরও বেশি হোটেল ও রিসোর্ট রয়েছে। ঢাকায় যাত্রা শুরুর এক বছরের মধ্যে চারটি আন্তর্জাতিক পুরস্কার অর্জন করেছে লা মেরিডিয়ান ঢাকা, যা বিশ্ব আতিথেয়তা খাতে অনন্য সাফল্য।
যাত্রা শুরুর পর থেকে লা মেরিডিয়ান ঢাকা তাদের হোটেলে আগত অতিথিদের সর্বোচ্চ মানের সেবা প্রদানের বিষয়টি নিশ্চিত করেছে, যার মাধ্যমে হোটেলটি দেশের অন্যতম শীর্ষস্থানীয় হোটেল হিসেবে অবস্থান করে নিয়েছে। এ সময়ে, হোটেলটি বিপুল সংখ্যক পুরস্কার ও স্বীকৃতি পেয়েছে। এ পুস্কারগুলোর মধ্যে রয়েছে: ট্রাভেল অ্যান্ড লাইফস্টাইল লিডারশিপ অ্যাওয়ার্ড- ২০১৭ এ বাংলাদেশের বছরের ‘বেস্ট বিজনেস হোটেল’ এর পুরস্কার ।
ওয়ার্ল্ড এম. আই. সি. ই অ্যাওয়ার্ড-এ বাংলাদেশের ‘বেস্ট এমআইসি হোটেল ২০২০’ পুরস্কার, গ্লোবাল হোটেল সিকিউরিটি স্ট্যান্ডার্ড সার্টিফিকেশন; ওয়ার্ল্ড লাক্সারি হোটেল অ্যাওয়ার্ড ২০১৬ এর বিজয়ী, উদ্ভাবনী ডিজাইন ও লাক্সারি ফ্যাসিলিটির বিজনেস হোটেল – সাউথ এশিয়া ২০১৬ এর বিজয়ী। ওয়ার্ল্ড ট্রাভেল অ্যাওয়ার্ডে লা মেরিডিয়ান ঢাকা টানা চার বছর (২০১৭ থেকে ২০২০) বাংলাদেশের শীর্ষস্থানীয় হোটেলের পুরস্কার জিতেছে। এছাড়াও ওয়ার্ল্ড ট্রাভেল অ্যাওয়ার্ড ২০১৯ এবং ২০২০ এ লা মেরিডিয়ান ঢাকা বেস্ট প্রেসিডেন্সিয়াল স্যুইট পুরস্কার পেয়েছে।