টিলার ওপর অবস্থিত টেরেস-এ রয়েছে আন্তর্জাতিক মানসম্পন্ন স্যুইট। এছাড়াও এখানে রয়েছে সুইমিংপুল, জিমনেশিয়াম, রিডিং রুম, স্পা জোন, পুল ক্যাফে এবং গার্ডেন বিস্ট্রো ও হিলটপ নামের দুটি আন্তর্জাতিক মানের রেস্টুরেন্টসহ সুপরিসর কনফারেন্স ও মিটিং রুম। নানান প্রজাতির বৃক্ষ ও ফুল বাগানে সজ্জিত এ রিসোর্ট থেকে প্রকৃতির অনবদ্য সৌন্দর্য অবলোকন করা যায়।