ব্রিটিশ শাসনামলে তৎকালীন গভর্নর নর্থব্রুক-এর সিলেটে আগমন উপলক্ষে অভ্যর্থনা জানাতেই এ ঘাট নির্মিত হয়েছিল। সিলেট শহরের কোতোয়ালীতে কাজী বাজার সড়কের কাছে চাঁদনী ঘাট অবস্থিত। সুরমা নদীর তীরকেই বলা হয় চাঁদনীঘাট।
সুরমা নদীর পাড়ে অবস্থিত ঘাটটি বেশ চওড়া এবং এতে ২২টি ধাপ রয়েছে। দিনের বেলা অপরূপ সুন্দর এই ঘাটের সৌন্দর্য রাতের বেলা অনেকগুণ বেড়ে যায়। আপনি যদি সিলেটে অবস্থান করেন তাহলে রাতের বেলা এই ঘাট অবশ্যই দেখতে যাবেন যখন সুরমা নদী মনোমুগ্ধকর সৌন্দর্যে নিজেকে সাজিয়ে তোলে।