সিলেট শহর থেকে সামান্য দূরেই বিমানবন্দর সড়কের গা ঘেঁষে রয়েছে উপমহাদেশের প্রথম চা বাগান মালনীছড়া। ১৮৫৪ খ্রিষ্টাব্দে প্রতিষ্ঠিত এটি বাংলাদেশের সবচেয়ে বড়ো ও পুরাতন চা বাগান। বাগানের ভেতরে রয়েছে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত একাধিক স্থান।
এর একপাশে একটি কমলালেবুর বাগান আছে। এছাড়া বুরজান চা বাগান, খাদিম নগর চা বাগান, আলী বাহার চা বাগান, স্টার চা বাগান, ডালিয়া চা বাগানসহ আরো কিছু চা বাগান রয়েছে সিলেটে।