‘লালাখাল’ সিলেটের জৈন্তাপুর উপজেলায় অবস্থিত একটি পর্যটন এলাকা এবং গুরুত্বপূর্ণ স্থান। ভারতের চেরাপুঞ্জির ঠিক নিচেই লালাখালের অবস্থান। চেরাপুঞ্জি পাহাড় থেকে উৎপন্ন এই নদী বাংলাদেশের মধ্য দিয়ে প্রবাহিত। লালাখালের পানি নীল।
মূলতঃ জৈন্তিয়া পাহাড় থেকে আসা প্রবহমান পানির সাথে মিশে থাকা খনিজ এবং কাদার পরিবর্তে নদীর বালুময় তলদেশের কারণেই এই নদীর পানির রঙ এরকম দেখায়। লালাখাল নদীতে অসংখ্য বাঁকের দেখা মেলে।
এ নদী দিয়েই পর্যটক ইবনে বতুতা বাংলাদেশে এসেছিলেন। জায়গাটার নামের সঙ্গে ‘খাল’ শব্দ যুক্ত হলেও এটি মূলত একটা নদীরই অংশ। লালাখাল বাংলাদেশের সবচেয়ে বৃষ্টিবহুল স্থান। এখানে নৌভ্রমণ ছাড়াও খাসিয়া গ্রাম পরিদর্শন ও চা বাগানের সৌন্দর্য উপভোগ করার সুযোগ রয়েছে।