পর্যটন বিচিত্রা ডেস্ক
২০১১ সালে এটিকে জাতীয় উদ্যান ঘোষণা করা হয়। সংরক্ষিত এই বনের মাঝে ১২০০ মিটার দৈর্ঘ্য এবং ২০০ মিটার প্রস্থবিশিষ্ট আলতাদিঘি এ জেলার সবচেয়ে বড় দিঘি।
এই দিঘির মোট আয়তন ৫৫ একর। দিঘির দক্ষিণ ও পশ্চিম পাড়ে বিশাল শাল বাগান রয়েছে। কথিত আছে, রাজা বিশ্বনাথ তার রাজত্বকালে এ অঞ্চলের পানির অভাব পূরণের জন্য স্বপ্নাদিষ্ট হয়ে এই বিশাল দিঘি খনন করান। প্রকৃতিপ্রেমী প্রচুর দর্শনার্থী প্রতিদিন এ স্থান ভ্রমণ করতে আসেন।