যমুনা সেতু পশ্চিম পাড় ইকোপার্ক সিরাজগঞ্জ জেলার সদর উপজেলার সায়দাবাদ এলাকায় অবস্থিত। ইকোপার্কটি যমুনা বহুমূখী সেতু সংলগ্ন যমুনা নদীর পশ্চিম পাড়ের বাঁধ ঘেঁষে জাতীয় মহাসড়ক, এলেঙ্গা-হাটিকমরুল এন৪০৫ -এর উত্তর পাশে অবস্থিত।
সেতু তৈরির পরপরই বনবিভাগ সেতুর আশপাশে বনায়ন কার্যক্রম শুরু করে। এবং ২০০৭ সালে, ৫০.২ হেক্টর (১২৪ একর) জায়গা নিয়ে ইকোপার্ক তৈরির প্রজ্ঞাপন জারি করা হয়। ২০০৮ সালের ৯ মার্চ তৎকালীন বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক ও সরকারের সচিব খান এম ইব্রাহীম হেসেন পার্কটি উদ্বোধন করেন।