পর্যটন বিচিত্রা প্রতিবেদন
গোকুল গ্রামটি মহাস্থানগড় থেকে দেড় কিলোমিটার দক্ষিণে অবস্থিত। চতুর্দিকে অসংখ্য ছোট ছোট কুঠুরি সংবলিত গোলাকার এই গোকুলের মেধটি সমতলভূমি থেকে প্রায় ১৮ মিটার (৬০ ফুট) উঁচু।
এর উপরিভাগের মাঝখানে একটি গোলাকার মুখ আছে- যা বর্তমানে মাটি দ্বারা ভরাট হয়ে গেছে। প্রত্নস্থলটি এদেশের জনপ্রিয় লোকগাথার নায়ক-নায়িকা বেহুলা-লক্ষ্মীন্দরের বাসরঘর বলে জনসাধারণের কাছে পরিচিত। স্থানটিকে লক্ষ্মীন্দরের মেধও বলা হয়ে থাকে।