পর্যটন বিচিত্রা ডেস্ক
বিমান তৈরিকারী এয়ারবাস, ‘চেজ লঞ্জ’ নামের একটি নতুন সংস্থার তৈরি দোতলা আসন তাদের বিমানে যুক্ত করার ব্যাপারে পরিকল্পনা করছে। ডেইলি মেইলের।
এই মডেলের বিমানে যাত্রীদের মাথার ওপরে থাকা লাগেজ বা ছোট ব্যাগ রাখার জায়গা তুলে ফেলা হবে। এর বদলে সেখানে দ্বিতল বিশিষ্ট আসন থাকবে। নিচের আসনগুলোতে যারা থাকবেন তারা তাদের পা ছড়িয়ে আরও আরাম করে বসতে পারবেন। অপরদিকে উপরে থাকা যাত্রীদের ভ্রমণও আরামদায়ক হবে।
দ্বিতল আসনের এই মডেল তৈরি করা ‘চেজ লঞ্জের’ প্রধান নির্বাহী কর্মকর্তা আলেজান্দ্রো নুনেজ ভিসেন্ত নিশ্চিত করেছেন, তারা এয়ারবাসের সঙ্গে এ নিয়ে কাজ করার প্রাথমিক ধাপে আছেন। তিনি লিংকডিনে লিখেছেন, “যাত্রীদের ভ্রমণ আরো স্বাচ্ছন্দময় করতে এবং ভ্রমণের সময় তারা যা সত্যিই প্রাপ্য সেটি দিতে, আমি দীর্ঘ চার বছর কাজ করার পর ঘোষণা দিচ্ছি, এই আসন নিয়ে আমরা এয়ারবাসের সঙ্গে কাজ করা শুরু করেছি।”
তিন আরও লিখেছেন, “এটি যাত্রীবাহী বিমানখাতের জন্য একটি নতুন যুগের শুরু। আমি আশা করি আমার মতো আপনারাও সামনে স্বাচ্ছন্দের সঙ্গে আকাশপথে ভ্রমণ করতে পারবেন।”